শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন
বাংলা নিউজডে স্পোর্টসডেস্ক: বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলো বাংলাদেশ। গ্রুপ পর্বের মাস্ট উইন ম্যাচে স্বাগতিকদের জয় ৩-০ গোলে। দুই গোল স্ট্রাইকার মতিন মিয়ার। সেরা চারে বাংলাদেশের প্রতিপক্ষ বুরুন্ডি।
রবিবার বিকাল ৫টায়, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনাল বুক করার ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। ম্যাচ শুরুর প্রথম ১০-১২ মিনিটই শেষ হয় মাঠে ফুটবলারদের ইনজুরির বাহানায়। ডু অর ডাই ম্যাচ দেখার উত্তেজনায় মাঠে আসা দর্শকরা হতাশ হন কিছুটা।
এর আগে, উদ্বোধনী ম্যাচে ফিলিস্তিনের কাছে হেরে টুর্নামেন্ট কঠিন হয়ে যায় স্বাগতিকদের। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ক্যাপ্টেন জামাল ভূঁইয়ার মাঠের বাইরে থাকা যোগ করে বাড়তি দুশ্চিন্তা। জামাল ভূঁইয়ার পরিবর্তে ক্যাপ্টেনের আর্মব্যান্ড ছিলো তপু বর্মনের হাতে।
এর পরে, ম্যাচের ৬৪ মিনিটে অরক্ষিত লংকান দুর্গে দারুন শটে আবারও বল জালে জড়ান মতিন মিয়া। ২-০ তে লিড জেমির ছেলেদের। হোম গ্রাউন্ডের পুরো সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। ৮৩ মিনিটে দলের হয়ে ৩য় গোল ইব্রাহিমের। ৩-০ গোলের দুর্দান্ত জয়ে সেমিফাইনালে ওঠে স্বাগতিকরা।
উল্লেখ্য ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশে থেকে ১৮ ধাপ পিছিয়ে লংকানরা। শক্তিমত্তায়ও স্বাগতিকদের চেয়ে পিছিয়ে ঢের। ম্যাচের বয়স বাড়তে বাড়তে বাদে উত্তেজনাও। ১৭ মিনিটে আসে মোমেন্টাম, লংকানদের জালে বল জড়ান মতিন মিয়া। লিড জেমি ডের ছেলেদের। জাতীয় দলের জার্সিতে প্রথম গোল মতিন মিয়ার। আনন্দ উদযাপন হোম ক্রাউডদের।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।