শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করার জন্য ফিলিস্তিনি জনগণ প্রস্তুত রয়েছে । যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি শত্রুতামূলক নীতি অনুসরণ করে আসছে বলেও অভিযোগ জানান তিনি। ইহুদিবাদী ইসরাইলের ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি নির্মাণ প্রকল্পের প্রতি ট্রাম্প প্রশাসনের সমর্থন দেওয়ার প্রতিক্রিয়ায় মাহমুদ আব্বাস এসব কথা বলেন।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রের ঘোষণা এবং নীতির প্রতি বিশ্বের প্রায় প্রতিটি দেশ নিন্দা জানিয়েছেন এবং ফিলিস্তিনের জনগণ এর জবাব না দিয়ে ছাড়বে না।’ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি শত্রুতামূলক নীতি অনুসরণ করে আসছে
অভিযোগে তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের জন্য মার্কিন তহবিল বাতিল করা এবং আল-কুদস বা জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেওয়া তারই উদাহরণ।’এর আগে ফিলিস্তিনের জনগণ ইহুদিবাদী ইসরাইলের ভূমি গ্রাস করার নীতির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ দিবস পালন করেন।
গত প্রায় সাত দশকে ফিলিস্তিনের বিশাল অঞ্চল জবর দখল করে বসতি গড়েছে ইসরাইল। চলতি সপ্তাহে দেশটির এই দখলকাণ্ডকে ‘বৈধ’ বলে ঘোষণা করে ট্রাম্প প্রশাসন।অতীতে মার্কিন যুক্তরাষ্ট্র এই দখলদারিত্বকে অবৈধ বলে বর্ণনা করেছিল এবং ফিলিস্তিনরা ভবিষ্যতে সেখানে রাষ্ট্র তৈরির জন্য জমি দাবি করেছিল, যা আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর সমর্থন ছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল এবং ফিলিস্তিন অঞ্চল সম্পর্কে তার নীতি পরিবর্তন করতে অবিচল থেকেছেন। একই সঙ্গে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে রাজনৈতিক সমর্থন জোরদারের লক্ষে পদক্ষেপ নিয়েছেন।
বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার, ভিডিও, অডিও এবং ফিচারের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও – banglanewsday@gmail.com