শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে দেশটির প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা। আগামী জানুয়ারিতে সিনেটে যাবে অভিশংসনের প্রস্তাবটি তখনি জানা যাবে প্রেসিডেন্ট পদ থেকে তিনি অপসারিত হবেন কিনা। বিবিসি বাংলা
ট্রাম্পকে অভিশংসিত করতে যে পরিমাণ ভোট প্রয়োজন ছিলো হাউজ অব রিপ্রেজেন্টেটিভে প্রথম দুই অভিযোগের ভোট গণনায় ঐ পরিমাণ ভোট পড়েছে বলে জানানো হয়। আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের চেয়ারের অনুমোদন দেয়ার পর।
তার বিরুদ্ধে দু’টি অভিযোগের ক্ষেত্রেই অভিশংসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট পড়েছে প্রতিনিধি পরিষদে। প্রথম অভিযোগেটির ক্ষেত্রে ২৩০ ভোট পড়েছে অভিশংসনের পক্ষে এবং ১৯৭ ভোট পড়েছে বিপক্ষে। দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রেও প্রয়োজনীয় ২১৬ ভোটের বেশি সংখ্যক ভোট পড়েছে। ঐ অভিযোগে অভিশংসনের পক্ষে পড়েছে ২২৯ ভোট ও বিপক্ষে ১৯৮ ভোট।
অভিশংসনের ফলে এখন উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পের বিচার হবে তবে সেনেটে যেহেতু রিপাবলিকান নিয়ন্ত্রিত তাই সেখানে এটি পাস হবার সম্ভাবনা প্রায় নেই বলা যায়।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দুটি হলো, ক্ষমতার অপব্যবহার করে তার ডেমোক্র্যাট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করতে চেষ্টা করেছিলেন। এবং ২য় অভিযোগ অভিশংসনের তদন্তকাজে সহায়তা করতে অস্বীকার করে তিনি কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করেছেন।
ট্রাম্পের আগে যুক্তরাষ্ট্রের ২ প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন অভিশংসিত হয়েছিলেন। তবে সিনেটে তাদের কাউকে সরিয়ে দেয়া হয়নি।
ট্রাম্পকে অভিশংসনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ভোট আজ
দুর্নীতি প্রমাণিত হলে প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়তে হবে ট্রাম্পকে!
যুক্তরাষ্ট্রে H-1B ভিসা আবেদনে আসছে নতুন প্রক্রিয়া
মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়ার নতুন নিয়মনীতি
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন। প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা – banglanewsday@gmail.com