শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ার সুযোগ থাকলেও কিছু ব্যর্থতার কারনে তা সম্ভব হয়নি। কিন্তু বাংলাদেশের খেলার অনেক প্রশংসা করছেন বিশ্বের অনেক সাবেক খেলোয়াড় ও অন্যান্য ব্যক্তিরা।
তাদের মধ্যে শোয়েব আখতার অন্যতম। তার মতে বাংলাদেশ এখন আর সাধারণ কোনো দল নয়। তারা এখন যে কোনো দলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারত হেরে যায় ৭ উইকেটে। কিন্তু তারা পরের ২ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ২-১ এ সিরিজ জয় করে তারা। শেষ ম্যাচে তারা প্রথমে ব্যাটিং করে ১৭৪ রান করে। জবাবে বাংলাদেশ ১৪৪ রানেই অলআউট হয়ে যায়।
শেষ ম্যাচে হারের শঙ্কায় পড়েও তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে তারা যে বড় দলে সেটা প্রমাণ করেছে- মনে করেন শোয়েব আখতার।
এক ইউটিউব ভিডিওতে সদ্য শেষ হওয়া বাংলাদেশ- ভারত টি-টোয়েন্টি সিরিজ নিয়ে শোয়েব আখতার বলেন, ‘ভারত দেখিয়ে দিয়েছে এ ম্যাচে তারাই বস। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারলো, দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার বড় ইনিংস দিয়ে ফিরলো। রোহিতের প্রতিভা দারুণ, যে কোনো পরিস্থিতিতে রান করতে পারে।’
শোয়েব আখতার আরো বলেন, ‘তৃতীয় টি-টোয়েন্টিতে আমরা দারুণ প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলাম। যদিও সেটা হয়েছে। তবে ভারত তুলনামূলক ভালো দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। বাংলাদেশকেও টুপি খোলা অভিনন্দন।’
বাংলাদেশের প্রশংসা করে শোয়েব আখতার বলেন, ‘বলতেই হবে বাংলাদেশ দলটাকে হারানো খুব কঠিন। তারা এখন আর সাধারণ দল নয়। ২০ বছর আগের বাংলাদেশ দল আর নেই। এটা এমন একটা দল যেটা আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিবে।’