শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : হায়দরাবাদের ২৭ বছর বয়সী এক পশু চিকিৎসক তরুণীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় যখন ভারতজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে; তখন দক্ষিণ ভারতের চলচ্চিত্রনির্মাতা ড্যানিয়েল শ্রাবণ ফেসবুক পোস্টে লিখেছেন, ধর্ষণ ও ধর্ষণের পর প্রাণ বাঁচাতে পুলিশকে ফোন করার পাশাপাশি মেয়েদের ব্যাগে সবসময় কনডম রাখা উচিত।
তার মতে, ধর্ষণের পর প্রাণ বাঁচাতে ধর্ষককে সাহায্য করার জন্য মেয়েদের সঙ্গে কনডম রাখা দরকার। খবর ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।
এমন পরামর্শ দিয়েই থেমে থাকেননি ড্যানিয়েল। তার দাবি, নারীরা খুন হন ধর্ষণের পরই, কারণ তারা ধর্ষণে বাধা দেন। ৩৩ বছর বয়সী এই চলচ্চিত্র নির্মাতার যুক্তি, সরকার এবং দেশের প্রচলিত আইনে যদি ধর্ষণের জন্য অপরাধীকে অব্যাহতি দেয়; তাহলে ধর্ষকরা ভুক্তভোগী নারীকে হত্যার চিন্তা করবে না।
ড্যানিয়েল বলেন, ধর্ষণ গুরুতর কোনো বিষয় নয়; কিন্তু খুন ক্ষমার অযোগ্য অপরাধ। সহিংসতা ছাড়া ধর্ষণকে আইনি সম্মতি ধর্ষিতাকে খুন হওয়া থেকে বাঁচানোর একমাত্র পথ।
তিনি আরও লেখেন, আইন দিয়ে কোনও ন্যায়বিচার হচ্ছে না। ধর্ষণের এজেন্ডা মেজাজ ও সময়ের ভিত্তিতে ধর্ষকদের যৌন চাহিদাই পূরণ করছে।
বিতর্কিত এই পরামর্শের জন্য ফেসবুক ব্যবহারকারীরা শ্রাবণের ব্যাপক সমালোচনা করেছেন। একজনের সমালোচনার পাল্টা জবাবে তেলেগু চলচ্চিত্রের এই নির্মাতা বলেন, যদি এসব শুকর ছানা ধর্ষকের প্রস্তাবে সম্মতি না জানায়, তাহলে তাদের ধর্ষিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।
তীব্র সমালোচনার মুখে ধর্ষণ নিয়ে ফেসবুকে দেয়া কয়েকটি পোস্টের সবগুলোই ডিলিট করেছেন ড্যানিয়েল। আপত্তিকর এক বিবৃতি দিয়ে ফেসবুকে ক্ষমা চেয়েছেন তিনি।
ড্যানিয়েলের দাবি, তার নির্দেশনায় পরবর্তী একটি চলচ্চিত্রে একজন খলনায়কের জন্য এসব কথোপকথন লিখেছেন এবং সেটা মানুষ ভুলভাবে নিয়েছে। এই বিবৃতিকে তার মন্তব্য হিসেবে নিতে নিষেধ করেছেন তিনি।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও –banglanewsday@gmail.com