শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের তীরে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শেষ হয়েছে। সব কিছু ঠিক থাকলে এ মাসে শুরু হবে পরীক্ষামূলক উৎপাদন। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর এখান থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ।
সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ময়মনসিংহের সুতিয়াখালির চরাঞ্চলে ‘সুতিয়াখালি ৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প’ হাতে নেয়া হয়। ১৭৪ একর জমিতে সরকারি তদারকিতে ৮০০ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ-মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে গঠিত বেসরকারি কোম্পানি এইচডিএফসি সিনপাওয়ার লিমিটেড।
২০১৭ সালে শুরু হওয়া প্রকল্পটির অবোকাঠামোর কাজ এরইমধ্যে শেষ হয়েছে। প্রকল্প পরিচালক জানান, সোলার প্লেট বসানোর পাশাপাশি ১৩২ কেভিএ ট্রান্সমিশন টাওয়ার নির্মাণ ও সঞ্চালন লাইন স্থাপনও শেষ। এখন ইকুইপমেন্ট টেস্টিং ও কমিশনিংয়ের পর পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা।
পিডিবি’র প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ বলেন, ‘এখানে সম্পুর্নভাবে পরিবেশ দূষণ ছাড়াই এনার্জিটা উৎপাদন হয়। এ বিদ্যুৎ ব্যবহার করে ময়মনসিংহবাসী যে ভোল্টেজ সমস্যার মুখোমুখি হয় সেটা অনেকাংশে দূর হয়ে যাবে।’
ইচডিএফসি সিনপাওয়ারের পরিচালক জানান, আরো ৬ মাস আগে বিদ্যুৎ উৎপাদন শুরু করা যেত, কিন্তু করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি।
এইচডিএফসি সিনপাওয়ার লিমিটেডের পরিচালক শেখ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘করোনার প্রভাব যদি আমাদের ওপর না পড়তো তাহলে আমি এটা ফেব্রুয়ারি-মার্চ মাসেই কমিশন করতে পারতাম। ফিজিকাল ওয়ার্ক সম্পুর্নভাবে শেষ হয়ে গেছে এখন কিছু অফিসিয়াল ফর্মালিটিজ বাকি আছে যা সম্পন্নের মাধ্যমে আমরা চালু করতে পারবো।’
উৎপাদন শুরু হলে কেওয়াটখালী উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হবে এই প্রকল্পের ৫০ মেগাওয়াট বিদ্যুৎ।সূত্র ডিবিসি নিউজ।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।