শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন
এবছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ। ১ বছর পিছিয়ে ২০২১ সালে হবে সাফ চ্যাম্পিয়নশিপ।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে চ্যাম্পিয়নশিপ আয়োজন নিয়ে ছিলো শঙ্কা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। দক্ষিণ এশিয়ার ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতা আগামী বছর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সাফ কর্তারা। তবে এখনো তারিখ নির্ধারিত হয়নি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ বছর সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেপ্টেম্বরের ১৯ থেকে ৩০ পর্যন্ত ঢাকায় হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট।
করোনাভাইরাসের কারণে গেল মার্চ থেকে এখনো পর্যন্ত বন্ধ আছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। অনলাইন বৈঠকে বসে ছিলেন সাফের দেশগুলোর প্রতিনিধি আর বিভিন্ন ফেডারেশনের সাধারণ সম্পাদকরা। বৈঠকরে সিদ্ধান্ত এবছরের প্রতিযোগিতা হবে ২০২১ সালে। পরের সভায় নির্ধারণ করা হবে নতুন তারিখ।
এ প্রসঙ্গে সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, আমরা আজ সাফের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি। সাফের এ বছরের বর্ষপঞ্জি নিয়ে আলোচনা হয়েছে।
আলোচনার মাধ্যমে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, এ বছর সেপ্টেম্বরে ঢাকায় যে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল, সেটা আগামী বছর পর্যন্ত বাতিল করা হলো। আগামী বছর টুর্নামেন্ট কখন হবে, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নির্দিষ্ট তারিখ কদিনের মধ্যে জানাব।
সেপ্টেম্বরে আবারো বৈঠকে বসবে তারা। করোনা পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করা হবে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোর ভবিষ্যত।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।