শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ৩৪ বছরের চলে গেলেন কাই পো চে, পিকে-র অভিনেতা সুশান্ত সিং রাজপুত। রোববার তাঁর বান্দ্রার কার্টার রোডে তাঁর ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহে মেলে। কোনও সুইসাইড নোট এখনও পাওয়া যায়নি।
বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুতে বাকরুদ্ধ গোটা ভারত। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান করা হলেও, অভিনেতাকে খুন করা হয়েছে বলে দাবি সুশান্তের এক আত্মীয়ের।
ভারতের বিহারের পূর্ণিয়ার বাসিন্দা তিনি। সেখানে তার এক আত্মীয় দাবি করেছেন যে সুশান্তকে খুন করা হয়েছে। সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।
পুলিশ প্রাথমিক তদন্তে অবশ্য আত্মহত্যা বলে অনুমান করেছে। তবে তার আত্মীয় আরসি সিং বলেন, সুশান্ত খুবই সাহসী ছেলে। ও কখনই আত্মহত্যা করতে পারে না। তাকে খুন করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, কয়েকদিন আগেই তার প্রাক্তন ম্যানেজার দিশা সাইলানের মৃত্যু হয়। তাকেও খুন করা হয়েছে বলে দাবি করেন সুশান্তের এই আত্মীয়।
ভারতের স্থানীয সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার আগে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছেন তিনি। অর্থাত্ তার বন্ধুরা ফ্ল্যাটেই উপস্থিত ছিলেন। সকালে তার পরিচারিকা দরজা না খুলতে পারায় ভাঙার চেষ্টা করেন। ভাঙতে না পারলে একজন মেকানিক ডেকে আনা হয়। এরপরই দরজা খুলে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।
টেলিভিশন শো দিয়ে অভিনয় শুরু সুশান্তের। তার জনপ্রিয় সিরিয়াল ছিল ‘পবিত্র রিস্তা।’ অঙ্কিতা লোখান্ডের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। রীতিমত ঘরে ঘরে চলত সেই ধারাবাহিক।
একাধিক বলিউডের ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সবচেয়ে উল্লেখ্য ছবিগুলো হলো এম এস ধোনি, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, কেদারনাথ। শেষ তাকে দেখা গিয়েছিল ছিছোরে ছবিতে।
সুশান্তের মৃত্যুতে যা বললেন মোদী-মমতা-শাহরুখ–ঊর্মিলা–লারা
টুইট করে সুশান্তের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
তিনি লিখেছেন, অত্যন্ত প্রতিভাবান সুশান্ত খুব তাড়াতাড়ি চলে গেল। টিভি ও সিনেমায় প্রতিভার ছাপ রেখে গিয়েছেন সুশান্ত। অভিনয় জগতে অনেকের তিনি প্রেরণা, মনে রাখার মতো বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। ওঁর মৃত্যুতে আমি শোকস্তব্ধ। ওঁর পরিবার ও অনুগামীদের সমবেদনা জানাচ্ছি।
অন্যদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এক টুইটে তিনি লিখেছেন, এরকম একটা খবর শুনে স্তম্ভিত। এরকম এক প্রতিভাবনের এভাবে চলে যাওয়া খুবই বেদনাদায়ক। ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে টুইট করেছেন, সুশান্ত সিং রাজপুতের এই বয়সে চলে যাওয়ার খবর শুনে অবাক হয়ে গিয়েছি। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।
তাঁর মৃত্যুতে শাহরুখ খান টুইট করেছেন, ওকে খুবই মিস করব। আমাকে খুব পছন্দ করতো। ওর প্রাণ শক্তি, হাসিটা স্মৃতিতে থেকে যাবে। খুবই দুঃখজনক ও চমকে দেওয়া মতো ঘটনা।
ঊর্মিলা মাতোণ্ডকর: এই নেপোটিজমের ইন্ডাস্ট্রিতে তোমার মতো জায়গায় পৌঁছাতে গেলে কী পরিমাণ পরিশ্রম লাগে ও প্রতিভা লাগে তা জানি। তোমার জন্য কষ্ট হয়।
জ্যাকি ভগনানি: একবারে বাকরুদ্ধ, স্তম্ভিত, কথা বলার মতো অবস্থায় নেই। বিশ্বাসই করতে পারছি না। এমন ট্যালেন্টড অভিনেতা খুব তাড়াতাড়ি চলে গেল।
লারা দত্ত: খুব, খুব তাড়াতাড়ি চলে গেল। শান্তিতে থাকুক
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।