শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
ভেঙে গেছে ছোট পর্দার জনপ্রিয় নায়ক জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির সাজানো সংসার। ৯ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি হলো তাদের। শোনা যাচ্ছে চলতি বছরের শুরুতে বিবাহ বিচ্ছেদ হয়েছে তাদের। তবে বিষয়টি এতদিন গোপন ছিল।
নাম প্রকাশে অ’নিচ্ছুক অপূ’র্বর একাধি’ক ঘ’নিষ্ঠ সূত্র এ তথ্য নি’শ্চিত করেছে। সূত্র জানায়, চলতি বছরের শুরুতে বিবা’হ বিচ্ছেদ হয়েছে অপূর্ব-না’জিয়ার। কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন। বিষ’য়টি এতদিন গোপন ছিল। কিন্তু না’জিয়ার সাম্প্রতিক কিছু স্ট্যাটাসে বিষয়টি আ’লোচনায় আসে। খোঁজ নিয়ে এর স’ত্যতা পাওয়া গেল।
আজ রবি’বার (১৭ মে) বিকেলে সংসার ভা’ঙার খবর নিশ্চিত করেছেন নাজিয়া হাসান অদিতি। ডি’ভোর্স বিষয়ে বিস্তারিত মুখ না খুললেও মুঠোফোনে অদিতি জানান, ‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে, এটা সত্য।’
অদিতি তার নিজস্ব ফেসবুকে লেখেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। মোহাম্মদ জিয়াউল ফারুক অপূর্ব একজন অমায়িক বাবা, ভাই, দায়িত্বশীল পুত্র এবং একজন ভালো মানুষ। লাখো ভক্তের কাছে তিনি অসম্ভব মেধাবী, যা তিনি নিজেই উপার্জন করেছেন। তিনি সেখানেই তার যোগ্য।
পাশাপাশি, তার ব্যক্তিগত জীবন দিয়ে নয়, দয়া করে তার অসাধারণ কাজগুলো দ্বারা তাকে বিচার করুন। দুর্ভাগ্যক্রমে আমরা অসংখ্য কারণে একসাথে থাকছি না; তবে আমি তার জন্য সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করছি। তিনি আমাকে আমার সেরা উপহার দিয়েছেন, যেটা আমার পুত্র আয়াশ। সেই সাথে দিয়েছে পরিবারের সুন্দর সদস্যদের ভালোবাসা।’ তবে, সন্তা’ন কার কাছে জানতে চাইলেও অদিতি এড়িয়ে গিয়ে বলেন, আর কিছু জা’নাতে চাইছি না।
অতিদি আরও লিখেছেন, ‘এমন একটা সিদ্ধান্তের জন্য দয়া করে আমাদের কাউকে বিচার করবেন না। আপনারা আমাদের সবসময় ভালোবেসে এসেছেন এবং সমর্থন করেছেন, আমরা আশা করি এটি আপনারা অবিরত রাখবেন।
সেই সাথে সব সাংবাদিক এবং সাংবাদিকদের কাছে আমি বলতে চাই দয়া করে এই বিষয়ে কোনও ভুয়া সংবাদ প্রকাশ করবেন না। আমাদের সকলের জন্য প্রার্থনা করুন। সবাই নিরাপদে থাকুন।’
এদিকে নাজিয়া হাসান অদিতি তার নিজস্ব ফেসবুকেও বিষয়টি জানান দিয়েছেন। রিলেশনশিপ স্ট্যাটাসেও দেখা গেছে তিনি ‘ডিভোর্সড’ উল্লেখ করেছেন। এমনকি একটি স্ট্যাটাসে সবার উদ্দেশে তিনি লিখেন, ‘‘আমাকে ‘ভাবী’ ডাকা ব’ন্ধ করুন সবাই!’’ এ প্রসঙ্গে জানতে অপূর্বর সঙ্গে যো’গাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি।
অভিনেত্রী প্রভার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় নায়ক জিয়াউল ফারুক অপূর্ব। শোবিজের সুখী দম্পতি হিসেবে এতদিন উচ্চারিত হতো তাদের নাম। অপূর্ব সুযোগ হলেই স্ত্রী ও পুত্রকে নিয়ে হাজির হতেন নানা অনুষ্ঠানে।প্রভার পর এবার দ্বিতীয় স্ত্রী অদিতির সঙ্গেও বিবাহ বিচ্ছেদ ঘটলো অপূর্বর।
প্রসঙ্গত, এর আগে অপূর্ব ২০১০ সালের ১৮ আগস্ট ভা’লোবেসে বিয়ে করেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। অপূর্ব প্রভার প্রাক্তন প্রেমিক রাজিবের সাথে তার অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন।
এরপর ২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতির সঙ্গে দ্বিতীয় সংসার জীবন শুরু করেন অপূর্ব। সে সময় অদিতি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্রী ছিলেন।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।