শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ইরাকে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানিকে মার্কিন বাহিনী হত্যা করার পর সৃষ্ট পরিস্থিতিতে জার্মান সরকার এ পদক্ষেপ নিয়েছে।
এদিকে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে জানায়, ইরাক থেকে সেনা সরানোর কাজ শিগগিরই শুরু হবে। জার্মান সরকারের তথ্য অনুযায়ী, সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের বিরুদ্ধে কথিত লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন যে কমান্ড কাজ করছে তার নির্দেশেই আংশিক সেনা প্রত্যাহার করা হচ্ছে।
উল্লেখ্য, মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে কথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের জন্য জার্মান সরকার ৪১৫ জন সেনা মোতায়েন করে রেখেছে মধ্যপ্রাচ্যে। এরমধ্যে ইরাকে মোতায়েন করা রয়েছে ১২০ জন। সেই ১২০ সেনার মধ্য থেকে অন্তত ৩০ জনকে ইরাক থেকে সরিয়ে নেয়া হচ্ছে। সেনা সরানোর ব্যাপারে জার্মান সরকার দেশটির সংসদে একটি চিঠি দিয়েছে।
এর আগে, ইরাকের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে একটি বিল পাস করেছেন যাতে ইরাক থেকে সমস্ত বিদেশি সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।
আজ দুই মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ