শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলায় ইরানের রেভ্যুলেশনারি গার্ডেসের এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিসহ আটজন নিহত হয়েছেন।এছাড়া এই হামলায় ইরাকের প্যারামেলেটারি উপপ্রধান আবু মাহাদি আল মুহান্দিও নিহত হন।
আজ শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরের কাছে পরপর তিনটি হামলা হয়। এতে ইরানের জেনারেল ছাড়াও ইরাকি আধাসামরিক বাহিনীর পাঁচজন ও দুইজন বিদেশি নিহত হয়েছে বলে জানা গেছে। হামলায় দুটি গাড়ি ধ্বংস হয়। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
এর আগে ইরাকে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাস লক্ষ্য করে পাথর ছুড়েছে। এছাড়াও সেখানকার নিরাপত্তা চৌকিতে আগুন দিয়েছে। পরে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে।
তবে আরও হামলার আশঙ্কায় সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দফা রকেট হামলা চালানো হয়েছে এবং এই হামলায় দুটি গাড়ি ধ্বংস হয়।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।