শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : হত্যাচেষ্টাসহ কয়েকটি অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডিএম সাব্বির হোসেন বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন।
রাজধানীর শাহবাগ থানায় বুধবার রাতে মামলাটি দায়ের করা হয়। নূরের বিরুদ্ধে ডাকসু ভবনে বহিরাগতদের নিয়ে প্রবেশ করে চুরি করারও অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।
মামলায় বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি আবুল হোসেন জানান, নুরসহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন ডিএম সাব্বির হোসেন।
মামলার এজাহারে বলা হয়, ২২ ডিসেম্বর দুপুর ১২টার দিকে ঢাবি রাজু ভাস্কর্যে মুক্তিযুদ্ধমঞ্চের মামুন ও বুলবুল গ্রুপের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মীর একটি কর্মসূচিতে বাদী উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি বরাবর টেলিনরের নোটিশ প্রদানের প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় আসামি নূরসহ ২৯ জন এবং অজ্ঞাতনামা ১৫-২০ জন লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। আসামিদের আঘাতে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী জখম হয়। নূরসহ ২৯ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া থানার এনামুল হকের ছেলে ও ছাত্রলীগ নেতা ডিএম সাব্বির।
এদিকে গত মঙ্গলবার ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের রক্তাক্ত করার ঘটনায় গ্রেফতার মুক্তিযুদ্ধ মঞ্চের তিন নেতার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে মঙ্গলবারই ভিপি নুরুল হক নুরসহ অন্য ছাত্রদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানার নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ রইচ হোসেন বাদী হয়ে এ মামলা করেন। যার মামলা নং ৩৪।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়েন। এতে নুরসহ বেশ কয়েকজন রক্তাক্ত হন।
জানা গেছে, মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী এ হামলায় অংশ নেন।
এ সময় ডাকসুর সদস্য ও ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ঐতিহ্য তাদেরকে বাধা দিতে গেলে তাকেও শিবির আখ্যা দিয়ে লাঞ্ছিত করেন মঞ্চের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুরসহ সবাইকে কক্ষের লাইট অফ করে দিয়ে মারধর করা হয়। আহত হয়ে কয়েকজন সেখানেই পড়ে আছেন। প্রক্টরিয়াল টিম গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। কয়েকজনকে অ্যাম্বুলেন্স এবং রিকশাযোগে হাসপাতালে নেয়া হয়।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।
ভিডিও: