শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন
বুধবার ফেইসবুক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে জানায়, আরো কয়েক লক্ষ সন্দেহভাজন আইডি তাদের নজরদারিতে রয়েছে। গত বছরও তারা এমন ৩শ ৩০ কোটি একাউন্ট বন্ধ করে দিয়েছিলো। কর্তৃপক্ষ জানায়, মাসে গড়ে ২শ ৫০ কোটি ব্যবহারকারীর মধ্যে ৫ শতাংশই ভূয়া আইডি ব্যবহার করছে। উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণে এধরনের ভূয়া একাউন্ট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই তারা সনাক্ত করতে সক্ষম বলে দাবি করেছে ফেইসবুক কর্তৃপক্ষ।
ভূয়া আইডিগুলো মিথ্যা তথ্য ছড়িয়ে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে পারে, বিশ্লেষকদের এমন আশঙ্কার পর এমন সিদ্ধান্ত নিলো মার্কিন এই প্রতিষ্ঠানটি। ২০১৬ সালের মার্কিন নির্বাচনেও সামাজিক যোগাযোগ প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছিলো।
গত বুধবার এ ব্যাপারে ফেইসবুকের সিইও মার্ক জাকারবার্গ বলেন, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে তারা বরাবরই সচেতন। এ ধরনের অন্যান্য প্লাটফর্মের প্রতিও এমন পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বিশাল সংখ্যায় এই আইডিগুলো আমরা ব্লক করছি। তার মানে এই নয় যে ফেইসবুক কেবল মিথ্যা তথ্যই ছড়াচ্ছে। বরং গুজব প্রতিরোধে এটা আমাদের বাড়তি সতর্কতা।