শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : বঙ্গবন্ধু বিপিএলের জন্য ব্যাবহার করা ড্রোন ক্যামেরা পাওয়া যাচ্ছে না। চট্টগ্রামে দ্বিতীয় পর্বের খেলা কাভার করতে নেয়া হয়েছে ড্রোন ক্যামেরা। স্পাইডার ক্যামেরা আনা-নেয়ায় ঝামেলা বেশি থাকায় ড্রোন দিয়েই কাজ চালাচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।কিন্তু শেষমেশ সেটিও গায়েব হয়ে গেল।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আজ রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিবিপিএলের দ্বিতীয় পর্ব। এই ম্যাচ চলাকালীন ড্রোন হাওয়ায় ভাসালে সেটা আর ফিরে আসেনি।
সম্প্রচার প্রতিষ্ঠান রিয়েল ইম্প্যাক্টের কর্মীরা ড্রোনটি হারিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এরপর প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, ড্রোনটি খুঁজে দিতে পারলে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।
ড্রোন উড়ানোর কাজে নিয়োজিত ক্রু জানান, ম্যাচ চলাকালীন ড্রোন উড়ানো হলে হুট করেই সিগন্যাল বন্ধ হয়ে যায় ড্রোনটির। উদ্ধারকর্মীরা ড্রোন খুঁজতে গিয়ে পরবর্তীতে সেটা আর খুঁজে পাননি।ধারণা করা হচ্ছে, চার্জ না থাকায় সেটি সিগন্যাল দেয়া বন্ধ করে দিয়েছে।
ক্রিকেটার বিহীন হিন্দি নাচ-গানে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন
বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে সালমান-ক্যাটরিনা ঢাকায় আসছেন
বঙ্গবন্ধু বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা – banglanewsday@gmail.com