শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন
বাংলাদেশের অন্যতম বিচ্ছিন্ন দ্বীপটিতে বিদ্যুৎ, ইন্টারনেটর সেবা দেওয়ার লক্ষে সমুদ্রের তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল লাইন স্থাপনের কাজ চলছে দ্রুত গতীতে। এর মাধ্যমে সন্দ্বীপে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চায় সরকার।
এ লক্ষ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে ১৪৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের ৯০ শতাংশ কাজ প্রায় শেষ হয়েছে। প্রাথমিক পর্যায়ে ১০ মেগাওয়াট বিদ্যুৎ পাবেন চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপের বাসিন্দারা। পাশাপাশি ব্রডব্যান্ড লাইনের মাধ্যমে মিলবে ইন্টারনেট সংযোগ। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান জেড টি টি প্রকল্পটি বাস্তবায়ন করছে।