শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন
বাংলাদেশে একের পর এক গুজব ছড়ানো হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হচ্ছে গুজব ছড়ানোর প্রধান মাধ্যম, ‘বর্তমানে লবণের সংকটের’ কথা বলে গুজব ছড়ানো হচ্ছে, এমন সতর্কতা জানিয়ে বাংলাদেশ সরকার বলেছে যে লবণ সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বা বিসিকের প্রধান কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
সরকারি বিবৃতিতে বলেছে, “দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুদ রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে ৪ লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুদ রয়েছে”। এছাড়াও সারাদেশে বিভিন্ন লবণ কোম্পানির ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে বলে জানানো হয়।
শিল্প মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়, “চলতি মাস থেকে লবণের উৎপাদন মওসুম শুরু হয়েছে। ইতোমধ্যে কক্সবাজার জেলার কুতুবদিয়া ও মহেশখালী উপজেলায় উৎপাদিত নতুন লবণও বাজারে আসতে শুরু করেছে”।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই অভিযোগ করছেন যে লবণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।তবে সরকারের ভোক্তা অধিকার থেকে বলা হয়েছে, লবণের কেউ অতিরিক্ত দাম চাইলে তাদেরকে যেন জানানো হয়।