শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের লেবার পার্টির প্রার্থী হিসেবে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রূপা হক।
এ নির্বাচনে লন্ডনের ইলিং সেন্ট্রাল আসন থেকে তৃতীয়বারের মতো জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ড. রূপা হক। তিনি লেবার পার্টির হয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হলেন রূপা হক।
শুক্রবার প্রকাশিত ফলাফলে তার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নির্বাচনে রূপা হকের নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন কনজারভেটিভ পার্টির প্রার্থী জুলিয়ান গ্যালেন্ট।
গত দু’বারের নির্বাচনে জয়ী হওয়া রূপা হক এবারও ভোটারদের পছন্দের তালিকায় ছিলেন। বাবার অনুপ্রেরণায় ১৯৯১ সালে লেবার পার্টির সদস্য হন ড. রূপা হক। ২০১০ সালে লন্ডনের ইলিং কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর, এমপি নির্বাচিত হন ২০১৫ এবং ২০১৭ সালে।
দু’বারের নির্বাচিত এমপি রূপা হক এবারের সাধারণ নির্বাচনের আগে জানান গত দুইবারের মতো এবারও আসনটি ধরে রাখাই অন্যতম চ্যালেঞ্জ। নির্বাচনে অন্যান্য কমিউনিটিসহ বাংলাদেশিদের জন্য উন্নত বাসস্থান, আধুনিক স্বাস্থ্যসেবার আরও সুযোগ গ্রহণের নির্বাচনি প্রতিশ্রুতি দেন রূপা হক।
আরো পড়ুন:
যুক্তরাজ্যে নির্বাচন: ভোট গ্রহণ শেষ, চলছে গণনা, এগিয়ে কনজারভেটিভ পার্টি!
‘বাংলা’ লন্ডনের দ্বিতীয় সরকারি ভাষা!
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমানে মোহাম্মদ হক এবং রওশন আরা হক দম্পতির তিন মেয়ের মধ্যে সবার বড় রূপা হক। রূপা হকের বাড়ি পাবনা শহরের কুটিপাড়ায়। রূপার ছোটবোন কোনি হক (কনক আশা হক) ব্রিটেনের খ্যাতিমান টেলিভিশন উপস্থাপিকা ও লেখক।
এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ আসনগুলোতে রূপা হক ছাড়াও লড়ছেন টিউলিপ সিদ্দিক, রুশনারা আলীসহ বাংলাদেশি বংশোদ্ভূত সাত প্রার্থী।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে রাত ১০টায় শেষ হয় ভোটগ্রহণ। ব্রেক্সিট ইস্যুতে পাঁচ বছরে তৃতীয়বারের মতো যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচন।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে (WWW.BDNEWSDAY.COM) আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ pdf file লেখা পাঠানোর ঠিকানা – banglanewsday@gmail.com