শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন তদন্তের প্রকাশ্য শুনানিতে শুক্রবার সাক্ষ্য দেন ইউক্রেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ম্যারি ইভানোভিচ। এ নিয়ে টুইটারে তার তীব্র নিন্দা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
শুক্রবার কংগ্রেসে অভিশংসন শুনানিতে অংশ নেন সাবেক রাষ্ট্রদূত ম্যারি ইভানোভিচ। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ওই সাক্ষ্যদান অনুষ্ঠানে তিনি ট্রাম্পের নানা অনিয়ম তুলে ধরেন। তিনি ইউক্রেনে কীভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন তারও তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করেন। পরে তাকে চলতি বছরের গোড়ার দিকে রাষ্ট্রদূতের চাকরি থেকে অপসারণ করেন ট্রাম্প প্রশাসন।ডেমোক্র্যাটিকস সাংসদদের অভিযোগ, তাদের দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডো বাইডেন ও তার ছেলেকে ইউক্রেনে দুর্নীতির দায়ে ফাঁসানোর চক্রান্ত বাস্তবায়ন করতেই তাৎকালীন রাষ্ট্রদূত ম্যারি ইভানোভিচকে ওয়াশিংটনে ফিরিয়ে আনা হয়েছিল।
এদিকে, কংগ্রেসে অভিশংসনের শুনানিতে অংশ নেয়ায় সাবেক রাষ্ট্রদূত ম্যারি ইভানোভিচের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি টুইটারে বলেন, ‘ম্যারি ইভানোভিচ যেখানে গেছেন সেখানেই সমস্যা হয়েছে। তিনি সোমালিয়ায় যখন ছিলেন তখন সেখানে কি হয়েছিল সেটি কি আপনারা জানেন?’শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, এই শুনানির মাধ্যমে রিপাবলিকানদের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। তিনি এসব শুনানিকে অপমানজনক বলেও উল্লেখ করেন।
এদিকে ট্রাম্পের এই টুইটকে ‘ভয় দেখানোর চেষ্টা’ বলে উল্লেখ করেছেন ইভানোভিচ। তিনি ট্রাম্পের এই টুইটের সমালোচনা করে বলেন, ‘প্রেসিডেন্ট যা শুরু করছেন তাতে আমার পক্ষে এখানে খোলাখুলি কথা বলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি, তার এ ধরনের কার্যকলাপের উদ্দেশ্য হচ্ছে আমাকে আতঙ্কিত করা।’এর আগে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন তদন্তের প্রথম গণশুনানিতে তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ইউক্রেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বিল টেইলর।
সেখানে টেইলর বলেন, ট্রাম্প তার ডেমোক্রেট প্রতিপক্ষ জো বাইডেনের ব্যাপারে তদন্ত করাতে মরিয়া হয়ে উঠেছিলেন। এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নে মার্কিন রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ডের সঙ্গে ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প।তবে এই অভিযোগ নাকচ করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এরকম কোন আলাপ-আলোচনার কথা তিনি মনেই করতে পারছেন না।
ট্রাম্প আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে চাপ দিয়েছেন বলে অভিযোগ আছে। এ অভিযোগেই ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করেছে ডেমোক্র্যাটরা। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।
জ্যেষ্ঠ ডেমোক্র্যাট প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী জো বাইডেনকে কালিমালিপ্ত করতে ট্রাম্প বিদেশি সাহায্য চেয়েছেন এবং এক্ষেত্রে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তাকে তিনি দর-কষাকষির হাতিয়ার করেছেন। তার অভিযোগ, এই অনৈতিক প্রস্তাবে রাজি না হলে ইউক্রেনের সামরিক খাতে সহায়তা বন্ধ করে দেয়ারও হুমকি দিয়েছিলেন ট্রাম্প।
এ ঘটনায় ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেয়ার দাবির উপর প্রায় একমাস ধরে আলোচনা হচ্ছে। এতদিন শুনানি হয়েছে গোপনে। মার্কিন কংগ্রেসে ট্রাম্পের অভিশংসন তদন্তের প্রকাশ্য শুনানি শুরু হয়েছে গত বুধবার থেকে। শুক্রবারও টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছে সাক্ষীদের শুনানি পর্ব। এটি চলতে পারে আগামী সপ্তাহেও।তবে হোয়াইট হাউস জানায়,প্রেসিডেন্ট ট্রাম্প কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তাই তিনি এই সরাসরি সম্প্রচার দেখছেন না।
সূত্র: আল জাজিরা