শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন
পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারকে টিপ্পনি কাটলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেছেন, ‘ভোট ছাড়া আওয়ামী লীগ যে সরকারে এসেছে সেটা প্রমাণ করার জন্যই শেখ হাসিনা আমাদেরকে পেঁয়াজ ছাড়া তরকারি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে।’
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পেঁয়াজের আকাশচুম্বী মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকে দেখেন, পেঁয়াজের দাম। যে পেঁয়াজের দাম ২০ টাকা ছিলো সেই পেঁয়াজের দাম আজকে ২‘শ টাকা। আর প্রধানমন্ত্রী তার পরিবারে বলেছেন, পেঁয়াজ দিয়ে তরকারির দরকার নাই। আমাদের কথা হচ্ছে যে, ভোট ছাড়া যদি সরকার হয় তো পেঁয়াজ ছাড়া বাংলাদেশের মানুষকে তারা তরকারি খাওয়াবে। ভোট ছাড়া তারা সরকারের এসেছে সেটা প্রমাণ করার জন্যে শেখ হাসিনা আজকে আমাদেরকে পেঁয়াজ ছাড়া তরকারি খাবার জন্যে ব্যবস্থা করে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক দুর্নীতি বিরোধী সংগঠনের হালনাগাদ প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই সংগঠনটির হিসাব অনুযায়ী বাংলাদেশ পৃথিবীর মধ্যে ১৭৮তম স্থানে অবস্থান করছে।যেখানে ভারত মাত্র ৭৮তম এবং পাকিস্তানও আমাদের থেকে অনেক ওপরে আছে ১৫৩তম। এটা লজ্জ্বার। রাষ্ট্রীয় দুর্নীতি কি পরিমান বেড়েছে আজকে এটা শুধু দেশেই প্রমাণিত নয়, সারা বিশ্বে প্রমাণিত। আর এই দেশে রাষ্ট্রীয় দুর্নীতিগুলো ধামাচাপা দেয়ার জন্য ছোট-খাটো চুনোপুঁটিদেরকে ধরে তারা (সরকার) অপচেষ্টা করছে কিন্তু এদেশের জনগন তা বুঝে ফেলেছে। অতত্রব এই দুর্নীতি থেকে আমরা যদি মুক্তি পেতে চাই, যদি পঁচনের থেকে দেশকে রক্ষা করতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাই তাহলে আমাদেরকে শুধু এনামে-ওই নামে ঐক্য নয়, প্রকৃতপক্ষে দেশের দেশপ্রেমিক, জাতীয়তাবাদী এবং গণতন্ত্রমনা সকল জনগন নিয়ে আমাদেরকে মাঠে নামতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে সভায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় নজরুল ইসলাম খান, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, শামসুর রহমান শিমুল বিশ্বাস, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ বক্তব্যে রাখেন।পেঁয়াজের ঝাঁজ দিনকে দিন বাড়ছেই। জাতীয় সংসদও পেঁয়াজ ইস্যু নিয়ে আজ উত্তাল ছিল। এদিকে মাত্রাতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করা এবং পেঁয়াজের মূল্য তালিকা না টাঙানোয় শরীয়তপুরের পালং বাজার ও আংগারিয়া বাজারে অভিযান চালিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় এক আড়ৎদারকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর শরীয়তপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে মিরাজ খানের মালিকানাধীন পালং বাজার ও আংগারিয়া বাজারের দুটি আড়তে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
সহকারী পরিচালক সুজন কাজী বলেন, মেসার্স মাহাবুব খান ট্রেডার্সের সত্ত্বাধিকারী মিরাজ খান শরীয়তপুর জেলায় পেঁয়াজের প্রধান পাইকারি বিক্রেতা। পালং বাজার ও আংগারিয়া বাজারে তার দুটি পেঁয়াজের আড়ৎ রয়েছে। তিনি ফরিদপুর থেকে ১৪০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে আনেন। আংগারিয়া বাজারের আড়তে পেঁয়াজের মূল্য তালিকায় ১৫১ টাকা কেজি প্রদর্শন করা হয়। কিন্তু সেই পেঁয়াজ খুচরা ব্যবসায়ীদের কাছে তিনি বিক্রি করেন ১৮০ টাকা দরে।
এছাড়া বিক্রির রশিদ প্রদান না করে তিনি ওই পেঁয়াজ খুচরা ব্যবসায়ীদের ১৯০ থেকে ২০০ টাকা দরে বিক্রি করতে বলেন। বিভিন্ন খুচরা দোকানে সরেজমিন তদন্ত করে এর প্রমাণ পাওয়া যায়। এছাড়া তিনি তার পালং বাজারের আড়তে কোনো ধরনের মূল্য তালিকা প্রদর্শন না করেই ব্যবসা পরিচালানা করছিলেন, যা তার মূল্যে কারসাজির একটি হাতিয়ার।
এসব অপরাধে আড়তে অভিযান চালিয়ে মিরাজ খানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
ক্যাবের জেলা সভাপতি বিল্লাল হোসেন খান, সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আবুল হোসেন, পুলিশের একটি দল ও বাজার ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন।