শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক রিপোর্ট : সম্প্রতি প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সাবেক দ্বিতীয় স্ত্রী বিয়ের সাজে হাজির হয়ে আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এখনো নানা ধরণের জল্পনা-কল্পনা।
যদিও বেশ কিছুদিন আগেই নন্দিত এই লেখকের প্রাক্তন স্ত্রী গুলতেকিন খান বিয়ে করে আলোচনায় আসেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি আফতাব আহমেদকে বিয়ে করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেছিলেন মেহের আফরোজ শাওনকে নিয়ে। তিনিও কী একই পথ বেঁছে নেবেন- এই ধরণের আলোচনা প্রায়ই শোনা যাচ্ছিল। এবার সেই আলোচনা উস্কে উঠল।মূলত শাওনের ফেসবুকে আপলোড করা ছবি থেকেই এই আলোচনা।
গতকাল বিয়ের সাজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে রবীন্দ্রসংগীতের কয়েকটি লাইন জুড়ে দেন তিনি। ‘ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি/ চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী/ কেহ জানিবে না মোর গভীর প্রণয়/ কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।/ আপনি আজিকে যবে শুধাইছ আসি/ কেমনে প্রকাশি কব কত ভালোবাসি।’ গানের এই লাইনগুলো ভক্তদের মনে নতুন প্রশ্ন জাগিয়েছে।
জানা যায়, একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন শাওন। জাহিদ খান ম্যাকওভারের ফেসবুক পেজেও ছবিটি শেয়ার করা হয়েছে। ম্যাকওভার জাহিদ খান ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আবারও নববধূ রূপে মেহের আফরোজ শাওন।’ তার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করায় শাওনের প্রতি কৃতজ্ঞতাও জানান জাহিদ। সূত্র: ঠিকানা