শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন
গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৭ জন। যা তার আগের ২৪ ঘণ্টার চেয়ে বেশি।এর আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭ জন। এর আগের দিন (১১ নভেম্বর) এ সংখ্যা ছিল ১২৮।বুধবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীর মধ্যে ঢাকার ভেতরে হাসপাতালগুলোতে অর্থাৎ ঢাকা মহানগরীর ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্বশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন আর ঢাকা মহানগরী ছাড়া ঢাকাসহ মোট আট বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১০৮ জন।
একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২০০ জন। এরমধ্যে ঢাকার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৯২ জন আর ঢাকার বাইরের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১০৮ জন।কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, সারাদেশে মোট ৬৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি আছেন। এরমধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি আছেন ২৯৬ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ৩৮৪ জন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। কন্ট্রোল রুমের তথ্য থেকে আরও জানা যায়, চলতি মৌসুমে জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ২৫৩ জন, আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৭ হাজার ৩২২ জন। তবে নভেম্বরে ডেঙ্গুর প্রকোপ কমে আসার কথা থাকলেও বেড়েছে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।