শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন
পৃথিবীজুড়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিই ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণ। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, শিল্প সমৃদ্ধ দেশগুলো কার্বন নিঃসরণ কমিয়ে আনলেই প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ক্ষতিগ্রস্থ দেশগুলো।আর বাংলাদেশকে রক্ষা করতে সুন্দরবনের বিকল্প নেই।
স্মরণকালে বাংলাদেশে সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্নিঝড় আঘাত হেনেছিলো ১৯৭০ ও ১৯৯১ এ। ২০০৭ এ ঘূর্নিঝড় সিডরের ধ্বংসক্ষমতা বেশি থাকলেও প্রস্তুতি থাকার কারণে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছিলো।
বিশেষজ্ঞরা বলছেন: ভৌগলিক অবস্থানের কারণে প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ বাংলাদেশ। তবে পৃথিবীর উষ্ণতা বাড়ার সাথে সাথে সারা পৃথিবী জুড়েই নিম্নচাপের প্রবণতা বাড়ছে।তাদের মতে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এককভাবে কোন দেশের পক্ষে করা সম্ভব নয়।প্রতিরক্ষা বলয় তৈরি করে বাংলাদেশকে রক্ষা করছে সুন্দরবন। তাই এর জীববৈচিত্র রক্ষা করার পাশাপাশি দুর্যোগ প্রতিরোধক অবকাঠামো নির্মাণ ও সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের।