শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
বাংলা নিউজডে স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের অভিভাবক বলা চলে মাশরাফি বিন মুর্তজাকে। দেশের সেরা এই অধিনায়ক ক্রিকেটারদের খারাপ ভালো দু’সময়ে পাশে ছিলেন।
নিজের নেতৃত্ব নিয়ে দলকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আর তাইতো বাংলাদেশ দলের প্রধানমন্ত্রী মাশরাফি। এমন খেতাব দিয়েছেন সদ্য মাশরাফির স্থলাভিষিক্ত হওয়া তামিম ইকবাল।
গতকাল রাতে ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের সঙ্গে লাইভে এ কথা জানিয়েছেন তামিম। এর আগে তামিমের লাইভ এপিসোড গুলোতে দেশের সিনিয়র-জুনিয়র সকল ক্রিকেটারদের মজার মজার ডাক নাম জানান তামিম,মাশরাফিরা। সেই আলোচনা থেকে মাশরাফিকে নিয়ে এমন মন্তব্য জানান তামিম।
আর ক্রিকেটারদের এই নামগুলো বেশি রাখেন মাশরাফি। তামিম জানান, “মুশফিকের ক্ষেত্রে মাশরাফি ভাই যেসব নাম (বান্টুদা, বাইন্টা) বলেছেন, ওগুলা কিন্তু শুধু মাশরাফি ভাই একাই ডাকেন। অন্য কেউ বলে না। আমরা সবাই মুশি ডাকি। ওর ডাকনাম বললে এই মুশিই আসবে। মাশরাফি ভাই কী কী আজব আজব নাম বলে, এগুলো শুধু উনার মুখ থেকেই বের হওয়া সম্ভব।”
মাশরাফি সবার এত নাম রেখেছেন, ওনার নাম কি? বা কেউ ডাকে না? তখন দেশের ওয়ানডে অধিনায়ক জানান, “কাউকে কিছু বলতে দেশের প্রধানমন্ত্রীর কি কোন লাইসেন্স লাগে? আমাদের দলের প্রধানমন্ত্রীও উনি (মাশরাফি)। উনার যা মন চায় তাই বলতে পারেন।”
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।