শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : পটুয়াখালীর বাউফলে সরকারি ত্রাণের চাল আত্মসাত করার দায়ে ইউনিয়ন মহিলা লীগের সভাপতি ও ইউপি সদস্য মোসাঃ লিপি বেগমকে আটক করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার দুপুর ২টার সময় উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের নিজ ঘর থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লিপি বেগমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কেশবপুর ইউনিয়ন মহিলা লীগের সভাপতি ও কেশবপুর ইউপির ১, ২,৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোসাঃ লিপি বেগমকে আটক করা হয়।
এ সময় লিপি বেগমের ঘর থেকে ৪ বস্তা সরকারি ত্রাণের চাল, ১ বস্তা ভিজিডির চাল ও বিক্রয় যোগ্য নয় এমন চালের ৩টি খালি বস্তা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান বালী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লিপি বেগমের ঘরে অভিযান চালিয়ে সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়।
পরে সরকারি চাল অবৈধ ভাবে নিজ বাড়িতে রাখার দায়ে অভিযুক্ত লিপি বেগমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।