শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে পরস্পরের বিরুদ্ধে মারমুখি ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বিতর্কের একদিন পরও নির্বাচনি প্রচারে গিয়ে একে অন্যকে নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি করছেন তারা।
মার্কিন নির্বাচনের প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেয়ার পর নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। পেনসিলভানিয়ায় নির্বাচনি প্রচারে গিয়ে বাইডেন আবারও বলেন, ‘ট্রাম্প কোনভাবেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার যোগ্য নন। তিনি নিজেকে নিয়েই চিন্তিত। তার ধারণা আমরা ভুলে যাব কতটা বাজে ভাবে তিনি মহামারি নিয়ে ভুল সিদ্ধান্ত দিয়েছেন যার পরিণতিতে দুই লাখ পাঁচ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।’
মিনেসোটায় প্রচার চালাতে গিয়ে থেমে নেই ট্রাম্পও। প্রথম বিতর্কে তিনিই জয়ী হয়েছেন বলে দাবি করেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, গত রাতে আমরাই জয়ী হয়েছি। এই দেশকে পরিচালনার জন্য জো বাইডেন খুবই দুর্বল। আপনি যদি কখনো প্রেসিডেন্ট হন, আপনাকে অনেক কঠিন মানুষের সঙ্গে কাজ করতে হবে।সূত্র ডিবিসি নিউজ।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।