শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক রিপোর্ট : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড অংশে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাচ্ছে,অঙ্গপ্রত্যঙ্গহানী হচ্ছে পথচারীর।রাত দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সীতাকুণ্ড উপজেলা ট্টাফিক জোনের ট্টাফিক পুলিশ পরিদর্শক রফিক আহমদ মজুমদার তার দক্ষ সহকর্মী বাহিনী নিয়ে নিজেই নেমে পড়েন সড়কে।
পুলিশ পরিদর্শক রফিক বাংলা নিউজডে কে বলেন,পথচারীরা সচেতন নয়! তারা ফুটওভার ব্রিজ ব্যবহার করেনা। রাস্তা পারাপারে সাবধানতা অবলম্বন করে না,যার ফলে গাড়ি দূর্ঘটনায় অনেক সময় বড় বিপদ ঘটে যায়।
বেশীরভাগ দূর্ঘটনায় পথচারীদের অসচেতনতায় দায়ী। তাছাড়া কিছু চালক ও হেলপারের অনভিজ্ঞতার জন্যই দূর্ঘটনা ঘটে থাকে।বর্তমান সড়ক আইন ২০১৮ সম্পর্কে গাড়ির চালক,মালিক ও হেলপারদের সচেতনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সড়ক দুর্ঘটনার জন্য শুধু চালকরাই নয়, পথচারিরাও সমান দায়ী। সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে নিরাপদ সড়ক দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, যারা নিয়ম না মেনে যানবাহনের কাঠামো পরিবর্তন করে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে