শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারেবাজারে মাল বোঝাই ট্রাক উল্টে যাত্রীবাহী ভ্যানের ওপর পড়ে ২ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার পিরোজুর গ্রামের আসলাম হোসেন (৪৮) ও ওই গ্রামের ভাগ্নে তুহিন (২৪)। এ সময় ভ্যানের উপরে থাকা অন্যান্যরা লাফিয়ে প্রানে রক্ষা পান।
ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে যশোর ঝিনাইদহ মহাসড়কের পিরোজপুর কড়ইতলা নামক স্থানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা ৭ টার দিকে একটি সার বোঝাই ট্রাক কালী’গঞ্জ আসছিল। ট্রাক’টি পিরোজপুর কড়ইতলা নামক স্থানে পৌছলে একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে ট্রাকটি উল্টে যায়।
এ সময় পাশ দিয়ে যাওয়া যাত্রীবাহী ভ্যানের ওপর পড়ে ঘটনাস্থলে তুহিন (২৪) ও আহত আসলামকে যশোর হাসপাতালে নেবার পথে মারা যায়।কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য তুহিন কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে মামা বাড়িতে থেকে লেখাপড়া করতো। সম্প্রতি একটি কোম্পানীতে চাকরী হওয়ায় মামা বাড়িতে খবর নিয়ে যাচ্ছিল। মামা বাড়িতে পৌছানোর আগেই সে মর্মান্তিক সড়ক দূঘটনায় নিহত হলো।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও –banglanewsday@gmail.com