শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তান ও চীনের সীমান্তে সংঘাতে জড়ালো সেনারা। জম্মু-কাশ্মীর সীমান্তের রাজৌরি এলাকায় পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) নিহত হয়েছেন। এছাড়া, হিমালয়ের পাদদেশে চীন ও ভারতীয় বাহিনীর সংঘর্ষে ভারতের বিশেষ বাহিনীর এক সদস্যও নিহত হয়েছেন।
আজ বুধবার ওই পাকিস্তান ও চীনের সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় এ ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়া প্রচার করে।সংঘাতের জেরে ভারত-নেপাল সীমান্ত এবং উত্তরাখণ্ড ও সিকিমের ত্রি-সংযোগ অঞ্চলগুলোতে আরও বেশি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দিল্লি।
ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানায়, পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি ভঙ্গ করে কেরি সেক্টরে গুলি চালায়। এতে ওই জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) গুলিতে গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। এ ঘটনায় পাকিস্তানকেও জবাব দেওয়া হয়েছে।
খবরে বলা হয়েছে, চার দিনের মাথায় এটি ভারত-পাকিস্তান সীমান্তে দ্বিতীয় ঘটনা। এর আগে ৩০ আগস্ট রাজৌরি জেলার নওশেরা এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক জেসিও নিহত হয়েছেন।
পাশাপাশি, ভারত-চীন চলমান সীমান্ত সংঘাত ও উত্তেজনা বাড়ায় বুধবার দেশের সীমান্ত রক্ষাকারী সমস্ত বাহিনীকে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে এবং এসব এলাকায় মোতায়েনের জন্য অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে।
একইসঙ্গে সীমান্ত টহলদারি বাহিনীকে কালাপানি অঞ্চলের নিকটবর্তী উত্তরাখণ্ডে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়াও প্যাংগং লেকের দক্ষিণের সব পজিশন ও পোস্ট এখন ভারতের দখলে চলে এসেছে বলে গত সোমবার দাবি করেছে ভারতীয় সেনারা।
এই ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত-চীন সীমান্তে। নতুন করে যেন আর সমস্যা না বাড়ে এ বিষয়ে আলোচনা চলছে দু’দেশের মধ্যে।
উল্লেখ্য, চলতি বছরের জুনে চীনের সঙ্গে সীমান্তের পশ্চিম অংশের লাদাখে প্রাণঘাতী সংঘর্ষের পর আলোচনা চলার মধ্যেই দু’দেশ তাদের সীমান্তে সামরিক কার্যক্রম বৃদ্ধি করে চলেছে।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।