শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার- এই দুই রুটে ফ্লাইট চলাচল শুরু হতে পারে। কয়েকদিনের মধ্যেই যুক্তরাজ্য রুটে জারি করা নিষেধাজ্ঞা তুলে দিতে পারে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৫ জুন পর্যন্ত ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও আমরা এর আগেই এই রুটে ফ্লাইট চলাচলের পরিকল্পনা করছি। আমরা কাতারে ফ্লাইট চালুর চেষ্টা করছি। সেদেশের সিভিল এভিয়েশনের সাথে আজও কথা হয়েছে। আলোচনার পর সেদেশে যাওয়ার নিষেধাজ্ঞাও তুলে দেয়া হতে পারে।
বেবিচক চেয়ারম্যান বলেন, ‘আশা করছি নিষেধাজ্ঞার মেয়াদ (১৫ জুন) শেষ হওয়ার আগেই এই রুটে ফ্লাইট চালানো যাবে।’
কাতার ফ্লাইটের বিষয়ে তিনি বলেন, ‘কাতার বলছে, তাদের এয়ারওয়েজ আমাদের এখানে ফ্লাইট পরিচালনা করতে চায়। তবে তাদের ফ্লাইটে বাংলাদেশি ছাড়া অন্য দেশের নাগরিকরা যেতে পারবে। বাংলাদেশিরা কাতারে ট্রানজিট নিয়ে অন্য দেশে যেতে পারবে। এ বিষয়ে তাদের সঙ্গে কথাবার্তা চলছে। দেখি সেই রুটটি চালু করা হয় কি না।’
এর আগে দীর্ঘ ৬৯ দিন বন্ধ থাকার পর গত ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।