শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণ এবং মধ্যাঞ্চলের বেশ কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গাজা উপত্যকা থেকে ইসরাইলের দু টি রকেট হামলা হয়েছে -এমন দাবি করার কয়েক ঘণ্টা পর তেল আবিব এসব হামলা চালায়।
ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে এই বিমান হামলা চালায়।
ইসরাইলের বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে ছোড়া রকেট ইসরাইলের উন্মুক্ত স্থানে পড়ে এবং তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইসরাইলি বিবৃতিতে আরো বলা হয়েছে, তাদের জঙ্গি বিমান গাজার যেসব স্থানে হামলা চালিয়েছে তার মধ্যে একটি ওয়ার্কশপ রয়েছে যেখানে হামাস রকেট এবং অন্যান্য অস্ত্র তৈরি করত।
ইসরাইল বিমান হামলা চালিয়েছে বলে গাজার বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।