শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্রের গণ-উৎপাদন চালাচ্ছে বলে খবর দিয়েছে জাপানি বার্তা সংস্থা ‘কিয়োদো’। বার্তা সংস্থা ‘কিয়োদো’ বলেছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের এক নির্দেশের পরিপ্রেক্ষিতে এই উৎপাদন চলছে।
এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম গত ফেব্রুয়ারিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন ও উৎক্ষেপণকারী বিশাল লরি নির্মাণের নির্দেশ দিয়েছিলেন।
সেই সঙ্গে এ ধরনের লরিতে করে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এক স্থান থেকে আরেক স্থানে বহন এবং যেকোনো সময় যেকোনো স্থান থেকে নিক্ষেপ করা যায়।
তবে এতদিন এগুলোর গণ-উৎপাদন শুরু করেনি পিয়ংইয়ং। জাপানি বার্তা সংস্থাটি জানিয়েছে, উত্তর কোরিয়া এরকম ৭০টি লরি তৈরির যন্ত্রাংশ আমদানি করার জন্য কয়েক কোটি ডলার বাজেট বরাদ্দ দিয়েছে।
জাপানি বার্তা সংস্থাটি আরো জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলিও উত্তর কোরিয়ার পক্ষ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন যন্ত্রের গণ-উৎপাদনের খবর জানতে পেরেছে।
উল্লেখ্য, এসব সংস্থা এখন এ তথ্য জানার চেষ্টা করছে যে, পিয়ংইয়ং ঠিক কি পরিমাণ লরি উৎপাদন করছে এবং এগুলো উৎপাদনের কাজ কতখানি অগ্রসর হয়েছে।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।