শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন
বাংলা নিউজডে স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর রোববার মিরপুরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। তার সঙ্গে ছিলেন ক্যাটরিনা কাইফ। দুজনই মঞ্চে পারফর্ম করেন। এছাড়া জমকালো এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন ভারতের কণ্ঠশিল্পী সনু নিগাম।
তবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ছিল ক্রিকেটারহীন। যেখানে বাংলাদেশের সংস্কৃতি বা ঐতিহ্য খুঁজে পাওয়া দায়। ভারতীয় শিল্পিদের নাচ-গানে ভরপুর এ যেন বলিউডের কোন অ্যাওয়ার্ড প্রোগ্রাম।ক্রিকেটই একমাত্র জায়গা যেখানে সবাই মেতে ওঠে এক সুরে।
বাংলাদেশে এখন পর্যন্ত জনপ্রিয়তায় এক নম্বরের জায়গা দখল করেছে খেলাটা। সেই জনপ্রিয়তাকে পুঁজি করে আইপিএলের আদলে চালু হওয়া বিপিএলও সবসময় থাকে আলোচনার শীর্ষে। তবে, সেটা যতো না ক্রিকেটীয় তারচেয়ে অনেক বেশি অক্রিকেটীয় কারণেই।
ক্রিকেটই একমাত্র জায়গা যেখানে সবাই মেতে ওঠে এক সুরে। ক্রিকেট প্রায়ই হয়ে উঠে এদেশের মানুষের কাছে জাতীয়তাবোধ আর দেশপ্রেমের বহিঃপ্রকাশ। কিন্তু, বিজয়ের মাসে সেই বঙ্গবন্ধুর বিপিএলে উদ্বোধন অনুষ্ঠানে বিসিবির এমন আয়োজন ভালো চোখে দেখেননি সাধারণ ক্রিকেট সমর্থক বা ক্রিকেট সাংবাদিকরা।
বঙ্গবন্ধুর নামে যে বিপিএল সেখানে দেশীয় সংস্কৃতি ছাপিয়ে ভারতীয় শিল্পিদের এমন নাচ-গান অনেকটা বিমারের মতোই মনে হয়। যে আসরে নেই একজনও ভারতীয় ক্রিকেটার, সে আসর উদ্বোধনের নামে, সেই দেশ থেকে শিল্পি এনে কাড়ি কাড়ি টাকা খরচে আপত্তি নেই বিসিবির।
বরাবরের মতো নানা বিতর্কে কোনঠাসা বিপিএল, তখন বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পুঁজি করে ট্রিকি শট খেলার চেষ্টা বিসিবির। বিপিএল নিয়ে ডাউন দ্যা উইকেটে এসে কাউন্টার অ্যাটাক খেলার প্রচেষ্টা স্পষ্ট বিসিবির। তবে, শেষ পর্যন্ত ব্যাটিং কলাপসের শঙ্কাটাই বড় হয়ে উঠছে।
প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা – banglanewsday@gmail.com