শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : গত রবিবার (৮ই ডিসেম্বর) স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এরপর গেল শুক্রবার (১৩ই ডিসেম্বর) পুনরায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি।
এক সপ্তাহের মধ্যে ২য় বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার দেশটির সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে।
এদিকে, দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেএনসিএ’র এক মুখপাত্র জানান, শুক্রবার সোহে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে এ পরীক্ষা চালানো হয়। পারমাণবিক প্রতিরোধক ব্যবস্থা শক্তিশালী করতে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। তবে, ক্ষেপণাস্ত্রের ধরণ সম্পর্কে তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
এর আগে, গেল রবিবার সোহে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
অন্যদিকে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পরমাণু নিরস্ত্রীকরণ থেকে সরে না এলে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে।’ এদিকে চলতি মাসের মধ্যে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে না নিলে যুক্তরাষ্ট্রকে অশুভ বার্তা পাঠানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে উত্তর কোরিয়া।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা – banglanewsday@gmail.com.