শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস উল্লাপাড়া স্টেশনের পূর্বে ৯টি বগি লাইনচ্যুত হয়ে ইন্জিনসহ তিনটি বগিতে আগুন ধরে যায় | এ ঘটনার পর উল্লাপাড়া সহকারি স্টেশন মাস্টারের কর্তব্যরত অবস্থায় অফিসে ঘুমিয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে | সেই ভাইরাল হওয়া ছবিটিকে ঘিরে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে |
বৃহস্পতিবার রাত থেকে ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায় উল্লাপাড়া সহকারী স্টেশন মাস্টার মোঃ রফিকুল ইসলাম কর্তব্যরত অবস্থায় তার অফিস রুমে টেবিলের উপরে ঘুমিয়ে আছেন |
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে বিভিন্ন জন স্টেশন মাস্টারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন | তারা বলেছেন এ ভাবে যদি স্টেশন মাস্টার কর্তব্যরত অবস্থায় ঘুমিয়ে যদি থাকে তাহলে যে কোন সময় এর চেয়ে আরো বড় কোন ট্রেন দুর্ঘটনা ঘটতে পারে |
এখন অনেকের মনে প্রশ্ন জেগেছে ভাইরাল হওয়া একটি ছবি কে নিয়ে, ঘড়িতে যে সময় দেখা যাচ্ছে তা কি ট্রেন দুর্ঘটনার সময়কার নাকি তারও অনেক আগে না পরে তোলা হয়েছে এ বিষয়ে যোগাযোগ করা হলে সহকারী স্টেশন মাস্টার মোঃ রফিকুল ইসলাম বলেন , যে ছবিটি ভাইরাল হয়েছে তা ট্রেন দুর্ঘটনার পরেরদিন শুক্রবার ভোরের দিকে তোলা হতে পারে | সারারাত ডিউটি করার পর সকালে ঘুমিয়ে পরেছিলাম | ওই সময় হয়তো কেউ ছবিটি তুলেছে | তাছাড়া কর্তব্যরত অবস্থায় তার রুমে টেবিলের উপরে ঘুমিয়ে থাকা ভাইরাল হওয়া ছবি তারেই বলে স্বীকার করেছেন |
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় উল্লাপাড়া সহকারী স্টেশন মাস্টার মোঃ রফিকুল ইসলাম যখন ঘুমিয়ে ছিলেন সে সময় একটি ছবিতে ঘড়িতে বাজে ২টা তিন মিনিট এবং ছবিটি ভাইরাল হয় বৃহস্পতিবার রাত ৯টা বেজে ৪৫মিনিটে | কিন্তু স্টেশন মাস্টার বলছে ছবিটি ট্রেন দুর্ঘটনার পরেরদিন শুক্রবার তোলা হতে পারে | অথচ ছবিটি ভাইরাল হয়েছে বৃহস্পতিবার ,সে বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারিনি |
এখন প্রশ্ন উঠেছে ছবিটি কি ট্রেন দুর্ঘটনার সময় তোলা নাকি পরে তোলা বা তারও আগে তোলা | ছবিতে যে ঘড়িটির সময় দেখা যাচ্ছে তার আশেপাশে সময় কি ট্রেন দুর্ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে সে বিষয়ে তিনি কথা না বলে এরিয়ে যান |