শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন
গত একদিনে ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয়েছেন অন্তত ৪৫ জন, আহত শতাধিক।বৃহস্পতিবার, ইরাকের রাজধানী বাগদাদসহ ৩ শহরে সরকার বিরোধী বিক্ষোভে এ হতাহত হয়।
বিক্ষোভ শুরু হওয়ার পর, একদিনে এটাই সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। বৃহস্পতিবার কেবল নাসিরিয়াতেই প্রাণ হারান ২৯ জন। আহত হয় বেশ কয়েক জন। বাগদাদে টাইগ্রিস নদীর কাছে পুলিশের গুলি ও রাবার বুলেটে মারা যায় ৪ জন। এবং নাজাফে সংঘর্ষে মৃত্যু হয় ১২ জনের।
এ পর্যন্ত কর্মসংস্থান, দুর্নীতি দমন ও সরকারি সেবার মান উন্নয়নের দাবিতে, অক্টোবরে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে প্রাণ হারিয়েছে ৩৬০ জনেরও বেশি, আহত কমপক্ষে ১৫ হাজার।