শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন
রোববার রাতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত জাহান। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে তাকে।
ভারতীয় গণমাধ্যমের খবর, রোববার রাত সাড়ে ৯টায় হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় নায়িকার। এরপর সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ডা. সন্দীপ মণ্ডলের তত্ত্বাবধানে আছেন বলে জানা গেছে।
তার চিকিৎসক বলেছেন, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেই নুসরাত অসুস্থ হয়ে পড়েন। এছাড়াও অনেক আগে থেকেই অ্যাজমা রোগে ভুগছেন নুসরাত।রোববার ছিল নুসরতের স্বামী নিখিল জৈনের জন্মদিন। স্বামীকে জন্মদিনের উপহার দিতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাদের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছিলেন তিনি।
স্বামীর জন্মদিনটাও সুন্দরভাবে পালন করতে পারলেন না নায়িকা। অসুস্থ হয়ে এখন হাসপাতালে বসিরহাটের তৃণমূল সাংসদ ও নায়িকা নুসরাত জাহান। তার ভক্তরা প্রর্থনা করছেন তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
নিখিল জৈনের সঙ্গে নুসরাত জাহান গত ১৯ জুন বিয়ে করেন। তুরস্কের বোদরুম শহরে ব্যবসায়ী নিখিল জৈনর সঙ্গে জাকজঁমক আয়োজনে বিয়ে হয় তার। দুর্গাপূজায় মহাঅষ্টমীতে স্বামীর সঙ্গে পূজামণ্ডপে গিয়ে অঞ্জলি দিয়েছেন নুসরাত জাহান।