শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
ঢালিউডের অ’ভিনেত্রী অ’পু বিশ্বা’স, বিবাহিত পুরুষকে বিয়ে করবেন না বলে জানিয়েছেন।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অ’পু বিশ্বা’স বলেন, ‘আমা’র ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আছে। প্রফেশনাল ও ব্যক্তিগত দুটি জীবনকে প্রাধান্য দিচ্ছি। ব্যক্তিগত জীবন নিয়েও আমা’র পরিকল্পনা আছে।‘তবে সুন্দরভাবে, বিতর্কিতভাবে নয়। এজন্য অনেকটা সময় অ’পেক্ষা করতে হবে। কারণ আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই। এই জায়গা থেকে সামনে এগুতে হবে।’
অনুষ্ঠানে উপস্থাপক সরাসরি জানতে চান কতদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছেন?জবাবে তিনি বলেন, ‘এটা নিয়ে আমা’র পরিবার ভাবছেন। কারো বেবি আছে, কারো পরিবার আছে এটা আমা’র পছন্দ নয়। মোট কথা হলো—বিবাহিত মানুষ বিয়ে তো দূরে থাক পছন্দের কাতারেও থাকবে না। এটা আমা’র ব্যক্তিগত চয়েজ। আমা’র পরিবারকে এমনটাই বলে দিয়েছি।’
২০০৮ সালের ১৮ এপ্রিল গো’পনে শাকিব খান ও অ’পু বিশ্বা’স বিয়ে করেন। ২০১৭ সালে নিজেদের বিয়ে ও ছেলের ব্যাপারটি প্র*কাশ্যে নিয়ে আসেন অ’পু।এরপর বহু নাট’কী’য়তা শেষে হুট করেই ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব খান তালাকের জন্য আবেদন করেন এবং ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয়।
বর্তমানে তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয় মা অ’পু বিশ্বা’সের সঙ্গে বসবাস করেন। এখন অ’পু বিশ্বা’স সিঙ্গেল মাদার। এখন অ’পু ভক্তদের জানার আগ্রহ কবে বিয়ে করছেন তাদের প্রিয় নায়িকা।