শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : দীপিকা-সারা-রাকুলের ফোন জব্দের খবর পুরোনো। এবার ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টও খতিয়ে দেখবে ভারতের তদন্তকারী এই সংস্থা।
মাদক ঝড় থামছেই না বলিউডে। নতুন কার নাম আসে সেই আতঙ্কে বলিউড পাড়া। মাদক গ্রহণের কথা নাকচ করে দিলেও বলিউড নায়িকাদের পিছু ছাড়ছে না ভারতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা-এনসিবি। দুদিন আগে ফোন জব্দ করে পাঠানো হয় ফরেনসিক বিভাগে। কার সঙ্গে কথা হয়েছে, মাদক গডফাদারদের সঙ্গে কোনো যোগসূত্র থাকলে; তারও সন্ধান করা হচ্ছে বলে জানাায় এনসিবি।
নতুন করে আবার দীপিকা সারা শ্রদ্ধা রাকুলের ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। ইতোমধ্যেই তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকার লেনদেন খতিয়ে দেখা হয়েছে। মূলত কোনও মাদক বিক্রেতার সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে কিনা, তা দেখার জন্যই এই পদক্ষেপ।
যদিও এনসিবির এই আকস্মিক তৎপরতার মধ্যে রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছেন অনেকেই। মনে করা হচ্ছে, জানুয়ারি মাসে সঙ্ঘ পরিবারের বিরুদ্ধে গিয়ে জেএনইউর ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোই কাল হলো দীপিকার। সেই ঘটনার পর থেকেই বিজেপি স্বঘোষিত দীপিকা বিরোধী।
বলিউডে মাদককাণ্ডে দীপিকা, নবাব কন্যা সারাসহ চার নায়িকার পর ঘুম হারাম বলিউডের নায়কদেরও। গুঞ্জন চলছে জিজ্ঞাসাবাদের সমন যেতে পারে তিন নায়কেরও কাছেও। তবে কারা এ তিনজন বিস্তারিত না জানা গেলেও আলোচনায় এস-আর-এ আদ্যাক্ষরের তিন বলিউড তারকা।
সুশান্ত হত্যা ও মাদককাণ্ড। তছনছ বলিউড। গত দুদিন ধরে গুঞ্জন আর আলোচনা প্রভাবশালী নায়কদের ঘিরে। যাদের নামের প্রথম অক্ষর: S, R, A। এর পর থেকেই ঘুম হারাম S, R, A নামের বলিউডের তারকাদের। চিন্তার ভাঁজ এই অক্ষরের নামের অভিনেতাদের ভক্তদেরও।
এদিকে, তড়িঘড়ি করে সুশান্তের ময়নাতদন্তের মনগড়া রিপোর্ট দেয়ার অভিযোগের পর দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস বিষয়টি খতিয়ে দেখতে চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে। রিপোর্টে দাবি করা হয়েছে সুশান্তের মরদেহে বিষপ্রয়োগ করার কোন প্রমাণ পাওয়া যায়নি। আর পাশপাশি সুশান্তের মৃত্যু আত্মহত্যার প্ররোচনা না হত্যা, তাও খতিয়ে দেখবে সিবিআই।
সুশান্তের মৃত্যুর তদন্ত করতে এবার সিবিআই সুশান্তের ম্যানজার দিশা সালিয়ানের মৃত্যুর ফাইল নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগ ১৪ তলা থেকে পড়ে মৃত্যুর আগে ধর্ষণের শিকার হন দিশা। কিন্তু এক প্রত্যক্ষদর্শী দাবি করে ওই দিনেই দিশার প্রেমিক রোহন রায়সহ মোট ছ’জনের সঙ্গে পার্টি করেছিলেন সুশান্তের ম্যানজার।
তদন্তে সংযোজিত নতুন তথ্য নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুশান্তের গৃহপরিচারিকা নাকি নবাব কন্যার বাড়িতেও কাজ করতো। এমনকি সুশান্তের মৃত্যুর দিন কয়েক আগেও কাজ করেছেন সারার বাসায়।
দু’দিন আগে দীপিকাসহ চার অভিনেত্রীর ডেবিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। দুই একের মধ্যে দ্বিতীয় বারের মতো ডাকা হতে পারে দীপিকা-শ্রদ্ধা-সারা-রাকুলকে।সূত্র ডিবিসি নিউজ।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।