শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে আনা রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি আজ মঙ্গলবার শুরু হচ্ছে। প্রথম দিন আজ বাংলাদেশ সময় দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই শুনানি চলবে।
এই মামলার বাদী পশ্চিম আফ্রিকার ছোটো দেশ গাম্বিয়া। মামলার শুনানিতে গাম্বিয়াকে নেপথ্যে থেকে তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করবে বাংলাদেশ, কানাডা ও নেদারল্যান্ডস।
এদিকে, নেদারল্যান্ডসে দ্য হেগের পিস প্যালেসে অনুষ্ঠিত এই শুনানি আইসিজে এর ওয়েবসাইট এবং ইউএন ওয়েব টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে। আগামীকাল একই সময়ে পাঁচ ঘণ্টা ধরে এই শুনানি চলবে।
বৃহস্পতিবার দিনব্যাপী দুপুর তিনটা থেকে রাত একটা পর্যন্ত চলবে শুনানি।আত্মপক্ষ সমর্থন করে ১১ ডিসেম্বর বক্তব্য উপস্থাপন করবে মিয়ানমার। এরপর ১২ ডিসেম্বর হবে যুক্তিতর্ক। প্রথমে গাম্বিয়া যুক্তি দেবে, এরপর মিয়ানমার তা খ্লনের সুযোগ পাবে।
আরো পড়ুন:
রোহিঙ্গা মুসলিম গণহত্যার শুনানিতে অংশ নিতে দেশ ছাড়লেন সুচি
মিয়ানমার ও গাম্বিয়া দুই দেশই ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে স্বাক্ষরকারী দেশ। তাই ২৭ মাস আগে রাখাইনে রোহিঙ্গা গণহত্যার অভিযোগের প্রেক্ষিতে আইসিজে’তে ৪৬ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয় গাম্বিয়া।
এর আগে গত ১১ই নভেম্বর জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া।জাতিসংঘের সদস্য দেশ হিসেবে আইসিজের রায় মানতে মিয়ানমার বাধ্য।
বাংলাদেশ কিভাবে সহযোগিতা করবে মামলার শুনানিতে ?
শুনানি পর্যবেক্ষণে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল নেদারল্যান্ডস গেছে। এছাড়া কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তিন জন প্রতিনিধিও নেদারল্যান্ডস গেছেন।
বিবিসি জানায়, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার যাতে মিথ্যা তথ্য দিতে না পারে, সেজন্য বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক আদালতে তথ্য প্রমাণসহ প্রতিনিধি দল শুনানি উপস্থিত থাকবে। গাম্বিয়া মামলাটি করেছে ওআইসি’র পক্ষ থেকে। যেহেতু রোহিঙ্গারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। সেজন্য ওরা যদি কোনো ধরণের তথ্য চায়, আমরা গাম্বিয়াকে সাহায্য করবো।
মিয়ানমারকে বয়কটের আহ্বান ৩০ মানবাধিকার সংগঠনের
রাখাইনে সংখ্যা’লঘু রোহিঙ্গাদের প্রতি সমর্থন জানিয়ে বৈশ্বিকভাবে মিয়ানমারকে বয়কটের ডাক দিয়ে এক কর্মসূচি গ্রহণ করেছে বিশ্বের ১০ দেশের ৩০টি মানবাধিকার সংস্থার, শিক্ষাবিদ এবং পেশাদারদের সংগঠন। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যার মামলার শুনানি শুরুর একদিন আগে সোমবার বৈশ্বিক এই বয়কটের ডাক দিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।
প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা – banglanewsday@gmail.com