শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : রূপপুর বিদ্যুৎ প্রকল্পের বালিশ-কাণ্ডে জড়িত গণপূর্ত অধিদফতরের সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলমসহ ১৩ জনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। বিকালে আদালতে হাজির করা হলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী আসামিদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার দুদক কার্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এদিন দুপুরে ১৩ প্রকৌশলীর বিরুদ্ধে আলাদা চারটি মামলা করে দুদক। দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন ও উপ-সহকারী পরিচালক শাহজাহান মিরাজ বাদী হয়ে পাবনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন। প্রসঙ্গত রূপপুরে বালিশ-কাণ্ডের দুর্নীতি সংঘটিত হয় ২০১৭-১৮ অর্থবছরে। ওই সময় গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সংশ্লিষ্টরা বলছেন, নৈতিক কারণে এর দায় তিনি (সাবেক মন্ত্রী) এড়াতে পারেন না।
দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের তত্ত্বাবধানে বালিশ-কাণ্ডের অনুসন্ধান করে দুদকের উচ্চপর্যায়ের একটি টিম। তদন্ত শেষে গত সোমবার কমিশনে তারা মামলার সুপারিশসহ প্রতিবেদন দাখিল করে। বৃহস্পতিবার তা অনুমোদন করে কমিশন।
এ অনুসন্ধানে দেখা গেছে, ২০১৮ সালের ১৮ মার্চ থেকে ২৬ জুন পর্যন্ত সময়ে প্রকল্পের মালামাল ক্রয়ে বাজারমূল্য থেকে বেশি দাম দেখানো হয়। অতিরিক্ত পরিবহন খরচ, তলাভিত্তিক উত্তোলন খরচ ও শ্রমিকের মজুরি যোগ করে প্রাক্কলন প্রস্তুত করা হয়।
আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী কেনাকাটার অনিয়মে ৩১ কোটি ২৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় প্রথম দফায় ১৩ জনকে আসামি করে মামলা করা হল। গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্তে বালিশ-কাণ্ডে ৩৪ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে দুদকের অনুসন্ধান শেষে ১৩ জনকে আসামি করা হল।
বৃহস্পতিবার মামলায় আসামিপক্ষে গোলাম সারোয়ারসহ কয়েকজন জামিন শুনানি করেন। অপরদিকে দুদকের পক্ষে আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আসামিদের জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী আসামিদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর ওই আদেশ দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে (WWW.BDNEWSDAY.COM) আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ pdf file লেখা পাঠানোর ঠিকানা – banglanewsday@gmail.com