শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : রাজধানীর বসুন্ধরা মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। মার্কেটটির তৃতীয় তলায় জামা-কাপড়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গত সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে হঠাৎ করে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোন হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি ।খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই মার্কেটের নিজস্ব অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।
এরপর ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, বসুন্ধরা শপিংমলের লেভেল-৩-এর ‘ডি’ ব্লকের ৭৩-৭৪ নম্বর দোকানে সিলিংয়ে আগুন লেগেছিল। দোকানটিতে টেইলার্স আছে ও কাপড় বিক্রি হয়।
এছাড়া ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, অগ্নিকাণ্ডের সময় মার্কেটটির দোকানপাট বন্ধ হচ্ছিল। ওই সময় খুব বেশি ক্রেতাও ছিলেন না। আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজয় দিবসে লাল-সবুজে আলোকিত ঢাকা
লাল-সবুজে আলোকিত সুপ্রিম কোর্ট ও জাতীয় সংসদ ভবন
ভারতের আসামে বাংলাদেশের কূটনীতিকের গাড়িবহরে হামলা
রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে প্রতারণা করেছে মিয়ানমার: আইসিজেতে গাম্বিয়া
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন। প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা – banglanewsday@gmail.com