শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের লাফায়েতে শহরে ওয়ালমার্ট সুপার মার্কেটের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। তবে ওই দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে এক আরোহী বেঁচে গেছেন। খবর বিবিসির।
এছাড়া বিমানটি বিধ্বস্ত হয়ে একটি গাড়ির ওপর আছড়ে পড়লে ওই গাড়ির চালক আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থলে থাকা আরও দু’জন আহত হয়েছেন।
এর আগে বিমানবন্দর থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় কাছাকাছি থাকা একটি পোস্ট অফিসেও ক্ষয়ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, নিহতদের মধ্যে একজন দেশটির একটি সংবাদমাধ্যমের ক্রীড়া প্রতিবেদক। তার নাম কার্লে আন ম্যাককর্ড। অ্যাসোসিয়েটেড প্রেসকে তার স্বামী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর পরই ওয়ালমার্ট খালি করে দেওয়া হয়েছে।
লুইসিয়ানার গভর্নর জন এডওয়ার্ডস এক টুইট বার্তায় ওই দুর্ঘটনায় হতাহতের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।