শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) জনগণের সুখে দুঃখে পাশে থাকতে এবং অসমাপ্ত কাজগুলো শেষ করতে আরেকবার মেয়র হবার ইচ্ছা পোষণ করেছেন সাঈদ খোকন।
এছাড়া তিনি বলেন, আমি মানুষ, আমার ভু’ল-ক্রু’টি হতেই পারে। আপনাদের সন্তান, আপনজন হিসেবে আমার ভু’ল-ক্রু’টি ধ’রিয়ে দেবেন। আপনারা আমাকে আর একবার সুযোগ দেন আপনাদের সেবা করার।
গত (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে ঢাকা মহানগরী সমিতির (ঢাকা সমিতি) সাধারণ সভা অনুষ্ঠানে এসব কথা বলেন সাঈদ খোকন।
মেয়র সাঈদ আরো বলেন, ‘এই সাড়ে চার বছর নিষ্ঠা, একাগ্রতার সঙ্গে আমি আমার কর্তব্য পালন করেছি। কর্তব্যে অ’বহে’লা করিনি। আমি বলতে পারি, ইতিবাচক পরিবর্তনের সূচনা আমি করতে স’ক্ষ’ম হয়েছি। তবে নাগরিক সেবায় একসঙ্গে যে শতভাগ আমি করে ফেলেছি এমনটি নয়।’
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।