শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২ লাখ ৫ হাজার ছাড়িয়েছে।
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ২৯ লাখ ছাড়িয়েছে। তবে, সুস্থ হয়েছেন ৮ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ।
স্পেনে ২৪ ঘন্টায় মারা গেছে ২৮৮ জন। এই সংখ্যা স্পেনের দৈনিক মৃত্যুহারের দিক থেকে একমাসের মধ্যে সর্বনিম্ন। এ পরিস্থিতিতে দেশটির কিছু বিধি নিষেধ শিথিল করা হয়েছে। তবে, পুরোপুরি লকডাউন তুলে নেয়া হতে পারে মে মাসের শেষের দিকে।
ইউরোপের আরেক দেশ ইতালিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ২৬০জন। যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৪১৩ জন। আগের দিনের থেকে এ সংখ্যা প্রায় অর্ধেক।যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে মারা গেছেন দেড়শর বেশি বাংলাদেশি।
বেলজিয়ামে দিন দিন বাড়ছে করোনায় মৃত্যু। প্রায় সাত হাজার মানুষের প্রাণ গেছে দেশটিতে। আক্রান্ত ৪৫ হাজারের বেশি।
যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা প্রায় ৫৫ হাজার। আক্রান্তের সংখ্যা সাড়ে ৯ লাখের বেশি। গতকাল, যুক্তরাষ্ট্রে করোনায় আরও চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১৯৯ বাংলাদেশির মৃত্যু হলো।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরো দেশজুড়ে ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছিল সৌদি আরব। সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ এক আদেশে মক্কা ছাড়া অন্যান্য প্রদেশের কারফিউ শিথিলের ঘোষনা দেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ খবর জানায়।
মক্কা বাদে সব অঞ্চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে সৌদি সরকার। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ১৩৯। শনাক্ত ১৭ হাজারের বেশি।
তবে, করোনায় সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। দেশটিতে আক্রান্ত ১০ হাজারের প্রায় অর্ধেকই বাংলাদেশি।
এছাড়া, কাতারে ৫ শতাধিক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ জন।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।