শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন
বাংলাদেশে ভিডিও কলিংয়ের জন্যে জনপ্রিয় সফটওয়্যার ‘ইমো’। প্রায় সবাই এই এপস ব্যবহার করেন, বিশেষ করে বিদেশের আত্নীয়দের সাথে কথা বলতে ইমোর তুলনা নেই। কিন্তু শুক্রবার (২২ নভেম্বর) বিকেল থেকে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশে আর কাজ করছে না ইমো।
নিয়মিত ইমো ব্যবহারকারী মো. অলিউল্লাহ বলেন, আমার মামা হাফিজুর রহমানের সাথে ইমোর মাধ্যমেই আমরা যোগাযোগ করতাম। কিন্তু আজ বিকেল থেকে আর কোনো ভাবেই মামার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সমস্যাটা কোথায়, সেটাই বোঝতে পারছি না।
বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবারো স্বাভাবিক হয়েছে জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপ ‘ইমো’। শুক্রবার (২২ নভেম্বর) রাত ১০টার পর থেকে আগের মতোই ব্যবহার করা যাচ্ছে অ্যাপটি। এর আগে জানা যায়, শুক্রবার (২২ নভেম্বর) বিকেল থেকে বাংলাদেশ, ভারতসহ আর কয়েকটি দেশে আর কাজ করছে না ইমো।