শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন
জকিগঞ্জ থানায় বিচারের নামে হাত-পা বেঁধে ঝুলিয়ে যুবককে নির্যাতনের ঘটনায় জড়িত ইউপি সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের কানাইঘাট উপজেলার দনাবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও জকিগঞ্জ থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায় তাকে আটক করতে। এরই মধ্যে ইউপি সদস্যকে বিভিন্নভাবে সহযোগিতার কারণে জকিগঞ্জ ও কানাইঘাটের আরও তিন ইউপি সদস্যকে আটক করা হয়। বুধবার রাতে অভিযান চালিয়ে আব্দুস সালামের স্ত্রীকে আটক করা হয়।
সিলেটের জকিগঞ্জে এক ব্যাক্তিকে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।ভিডিওতে দেখা যায়, জকিগঞ্জ উপজেলার ৩ নং কাজলশাহ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম স্থানীয় আটগ্রাম গুচ্ছগ্রামের আফজাল মিয়া নামের এক যুবককে অমানুষিক নির্যাতন করছে। সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম জানান, নির্যাতনের ঘটনাটি ঘটেছে চার-পাঁচ মাস আগে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এর ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত নির্যাতনকারীকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।তবে, নির্যাতিত আফজাল মিয়া এখনও কোনো মামলা দায়ের করেননি। নির্যাতিত ব্যাক্তি মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলেও জানান তিনি।