শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন
নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার নয়জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার প্রায় এক মাস পর রবিবার রাতে, মামলা করেন নির্যাতনের শিকার গৃহবধূ।
নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুইজন হলেন, জয়কৃষ্ণপুর গ্রামের আবদুর রহিম ও রহমতউল্লাহ।
মামলার এজাহারে বলা হয়, গত ২রা সেপ্টেম্বর স্বামীকে পাশের ঘরে বেঁধে রেখে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় বখাটে বাদল, দেলোয়ার, কালাম ও তার সহযোগীরা। বাধা দিলে গৃহবধূকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে।
স্থানীয়রা জানায়, গত ২রা সেপ্টেম্বর বেগমগঞ্জের একলাশপুরের ৯ নম্বর ওয়ার্ডের নূর ইসলাম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিষয়টি নজরে আসার পরই নির্যাতিত গৃহবধূকে হেফাজতে নেয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদের পরই জানা যাবে প্রকৃত ঘটনা।
অভিযুক্তদের গ্রেপ্তারে ৫টি ইউনিট কাজ করছে বলেও জানায় পুলিশ।
ঘটনার পর থেকে নির্যাতিতা গৃহবধূর পুরো পরিবারকে বাড়ি ছাড়তে বাধ্য করে অভিযুক্তরা। ঘটনার ৩২দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়। এতে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। পরে, বাড়ি ছাড়া গৃহবধূকে তার এক আত্মীয়ের বাসা থেকে উদ্ধার করে পুলিশ।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।