শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, কচু ছাড়া সব কিছুতেই ফরমালিন । নির্ভেজাল খাবার দুষ্প্রাপ্য হয়ে গেছে, কচু ছাড়া সব কিছুতেই ফরমালিন। খাদ্য ভেজালের কারণে ক্যান্সারসহ জটিল রোগ হচ্ছে। কিছু মানুষ খাদ্য ভেজাল দিয়ে দানব হয়ে যাচ্ছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে শুধু পকেট মারলেই গণপি’টুনি দেয়া হতো, এখন খাদ্যে ভেজালকারী মানুষকেও গণপি’টুনি দিতে হবে। মানুষকে এ পথ থেকে ফেরাতে হবে। নইলে জাতি হিসেবে আমরা পঙ্গু হয়ে যাবো।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পঞ্চম সমাবর্তনে যোগ দিয়ে রোববার বিকেলে এসব কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।