শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
বাংলা নিউজডে স্পোর্টসডেস্ক: সফলতার সঙ্গে ১২টি আসর শেষ করেছে বিশ্বের সবচেয়ে জমজমাট ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দায়িত্ব নিয়েই সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ঘোষণা দিয়েছিলেন, আইপিএলের ১৩তম আসরে থাকবে নানান চমক।
এ বিষয়ে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে আয়োজকরা। জানা গিয়েছে, এবার বেড়েছে টুর্নামেন্টের দৈর্ঘ্য। আগের আসরগুলোতে ৪০-৪২ দিন ধরে খেলা হলেও, এবার টুর্নামেন্ট চলবে প্রায় ৫০ দিন ধরে। যা শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে আর ফাইনাল হবে ২৪ মে’তে।
আসর শুরুর প্রায় চল্লিশ দিন আগেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করলো আয়োজকরা। তবে প্রাথমিকভাবে শুধু প্রথম পর্বের ৫৬ ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। প্লে-অফ পর্বের ম্যাচগুলোর সূচি জানানো হবে পরবর্তীতে।
প্রকাশিত সূচি মোতাবেক, গত আসরের ফাইনাল ম্যাচ দিয়েই শুরু হবে এবারের আইপিএল। অবাক হওয়ার কিছু নেই। সেই ফাইনাল ম্যাচটিই আবার হবে না। বরং, ফাইনালের দুই দল মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস খেলবে এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে। তবে ফাইনাল ম্যাচটি হায়দরাবাদে হলেও, এবারের উদ্বোধনী ম্যাচ হবে মুম্বাইয়ের ঘরের মাঠে।
এছাড়া আগের আসরগুলোতে প্রায় নিয়মিতই দিনে দুইটি করে ম্যাচ থাকলেও, এবার শুধুমাত্র ছয়টি ছুটির দিন অর্থাৎ ছয় রোববারে দেখা যাবে দুইটি করে ম্যাচ। যেসব দিনে হবে দুইটি ম্যাচ, সেসব দিনে প্রথম ম্যাচ হবে বিকেল সাড়ে ৪টায় ও পরেরটি মাঠে গড়াবে রাত সাড়ে ৮টায়।
অন্যান্য দিন একমাত্র ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়ই। টুর্নামেন্টের ব্রডকাস্টাররা অনুরোধ করেছিল রাতের ম্যাচ আরেকটু আগে শুরু করার ব্যাপারে। সে অনুরোধ রাখেনি আইপিএল গভর্নিং কাউন্সিল। এছাড়া এবারের আইপিএলে নো বল চেক করার জন্য ব্যবহার করা হবে থার্ড আম্পায়ার প্রযুক্তি।সূত্র জাগো নিউজ।
এক নজরে দেখে নেয়া যাক আইপিএলের ২০২০ সালের আসরের সূচি
বার | তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
রোববার | ২৯-০৩-২০২০ | মুম্বাই ইন্ডিয়ানস-চেন্নাই সুপার কিংস | মুম্বাই | রাত ৮.৩০ |
সোমবার | ৩০-০৩-২০২০ | দিল্লী ক্যাপিট্যালস বনাম কিংস এলেভেন পাঞ্জাব | দিল্লী | রাত ৮.৩০ |
মঙ্গলবার | ৩১-০৩-২০২০ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-কলকাতা নাইট রাইডার্স | ব্যাঙ্গালোর | রাত ৮.৩০ |
বুধবার | ০১-০৪-২০২০ | সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ানস | হায়দরাবাদ | রাত ৮.৩০ |
বৃহস্পতিবার | ০২-০৪-২০২০ | চেন্নাই সুপার কিংস বনাম রাজশাহী রয়্যালস | চেন্নাই | রাত ৮.৩০ |
শুক্রবার | ০৩-০৪-২০২০ | কলকাতা নাইট রাইডার্স-দিল্লী ক্যাপিট্যালস | কলকাতা | রাত ৮.৩০ |
শনিবার | ০৪-০৪-২০২০ | কিংস এলেভেন পাঞ্জাব-মুম্বাই ইন্ডিয়ানস | মোহালি | রাত ৮.৩০ |
রোববার | ০৫-০৪-২০২০ | মুম্বাই ইন্ডিয়ানস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | মুম্বাই | বিকেল ৪.৩০ |
রোববার | ০৫-০৪-২০২০ | রাজস্থান রয়্যালস বনাম দিল্লী ক্যাপিট্যালস | জয়পুর/গৌহাটি | রাত ৮.৩০ |
সোমবার | ০৬-০৪-২০২০ | কলকাতা নাইট রাইডার্স-চেন্নাই সুপার কিংস | কলকাতা | রাত ৮.৩০ |
মঙ্গলবার | ০৭-০৪-২০২০ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-সানরাইজার্স হায়দরাবাদ | ব্যাঙ্গালোর | রাত ৮.৩০ |
বুধবার | ০৮-০৪-২০২০ | কিংস এলেভেন পাঞ্জাব-মুম্বাই ইন্ডিয়ানস | মোহালি | রাত ৮.৩০ |
বৃহস্পতিবার | ০৯-০৪-২০২০ | রাজস্থান রয়্যালস-কলকাতা নাইট রাইডার্স | জয়পুর/গৌহাটি | রাত ৮.৩০ |
শুক্রবার | ১০-০৪-২০২০ | দিল্লী ক্যাপিট্যালস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | দিল্লী | রাত ৮.৩০ |
শনিবার | ১১-০৪-২০২০ | চেন্নাই সুপার কিংস-কিংস এলেভেন পাঞ্জাব | চেন্নাই | রাত ৮.৩০ |
রোববার | ১২-০৪-২০২০ | সানরাইজার্স হায়দরাবাদ-রাজস্থান রয়্যালস | হায়দরাবাদ | বিকেল ৪.৩০ |
রোববার | ১২-০৪-২০২০ | কলকাতা নাইট রাইডার্স-মুম্বাই ইন্ডিয়ানস | কলকাতা | রাত ৮.৩০ |
সোমবার | ১৩-০৪-২০২০ | দিল্লী ক্যাপিট্যালস-চেন্নাই সুপার কিংস | দিল্লী | রাত ৮.৩০ |
মঙ্গলবার | ১৪-০৪-২০২০ | কিংস এলেভেন পাঞ্জাব-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | মোহালি | রাত ৮.৩০ |
বুধবার | ১৫-০৪-২০২০ | মুম্বাই ইন্ডিয়ানস-রাজস্থান রয়্যালস | মুম্বাই | রাত ৮.৩০ |
বৃহস্পতিবার | ১৬-০৪-২০২০ | সানরাইজার্স হায়দরাবাদ-কলকাতা নাইট রাইডার্স | হায়দরাবাদ | রাত ৮.৩০ |
শুক্রবার | ১৭-০৪-২০২০ | কিংস এলেভেন পাঞ্জাব-চেন্নাই সুপার কিংস | মোহালি | রাত ৮.৩০ |
শনিবার | ১৮-০৪-২০২০ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-রাজস্থান রয়্যালস | ব্যাঙ্গালোর | রাত ৮.৩০ |
রোববার | ১৯-০৪-২০২০ | দিল্লী ক্যাপিট্যালস-কলকাতা নাইট রাইডার্স | দিল্লী | বিকেল ৪.৩০ |
রোববার | ১৯-০৪-২০২০ | চেন্নাই সুপার কিংস-সানরাইজার্স হায়দরাবাদ | চেন্নাই | রাত ৮.৩০ |
সোমবার | ২০-০৪-২০২০ | মুম্বাই ইন্ডিয়ানস-কিংস এলেভেন পাঞ্জাব | মুম্বাই | রাত ৮.৩০ |
মঙ্গলবার | ২১-০৪-২০২০ | রাজস্থান রয়্যালস-সানরাইজার্স হায়দরাবাদ | জয়পুর | রাত ৮.৩০ |
বুধবার | ২২-০৪-২০২০ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-দিল্লী ক্যাপিট্যালস | ব্যাঙ্গালোর | রাত ৮.৩০ |
বৃহস্পতিবার | ২৩-০৪-২০২০ | কলকাতা নাইট রাইডার্স-কিংস এলেভেন পাঞ্জাব | কলকাতা | রাত ৮.৩০ |
শুক্রবার | ২৪-০৪-২০২০ | চেন্নাই সুপার কিংস-মুম্বাই ইন্ডিয়ানস | চেন্নাই | রাত ৮.৩০ |
শনিবার | ২৫-০৪-২০২০ | রাজস্থান রয়্যালস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | জয়পুর | রাত ৮.৩০ |
রোববার | ২৬-০৪-২০২০ | কিংস এলেভেন পাঞ্জাব-কলকাতা নাইট রাইডার্স | মোহালি | বিকেল ৪.৩০ |
রোববার | ২৬-০৪-২০২০ | সানরাইজার্স হায়দরাবাদ-দিল্লী ক্যাপিট্যালস | হায়দরাবাদ | রাত ৮.৩০ |
সোমবার | ২৭-০৪-২০২০ | চেন্নাই সুপার কিংস-রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | চেন্নাই | রাত ৮.৩০ |
মঙ্গলবার | ২৮-০৪-২০২০ | মুম্বাই ইন্ডিয়ানস-কলকাতা নাইট রাইডার্স | মুম্বাই | রাত ৮.৩০ |
বুধবার | ২৯-০৪-২০২০ | রাজস্থান রয়্যালস-কিংস এলেভেন পাঞ্জাব | রাজস্থান | রাত ৮.৩০ |
বৃহস্পতিবার | ৩০-০৪-২০২০ | সানরাইজার্স হায়দরাবাদ-চেন্নাই সুপার কিংস | হায়দরাবাদ | রাত ৮.৩০ |
শুক্রবার | ০১-০৫-২০২০ | মুম্বাই ইন্ডিয়ানস-দিল্লী ক্যাপিট্যালস | মুম্বাই | রাত ৮.৩০ |
শনিবার | ০২-০৫-২০২০ | কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস | কলকাতা | রাত ৮.৩০ |
রোববার | ০৩-০৫-২০২০ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-কিংস এলেভেন পাঞ্জাব | ব্যাঙ্গালোর | বিকেল ৪.৩০ |
রোববার | ০৩-০৫-২০২০ | দিল্লী ক্যাপিট্যালস-সানরাইজার্স হায়দরাবাদ | দিল্লী | রাত ৮.৩০ |
সোমবার | ০৪-০৫-২০২০ | রাজস্থান রয়্যালস-চেন্নাই সুপার কিংস | রাজস্থান | রাত ৮.৩০ |
মঙ্গলবার | ০৫-০৫-২০২০ | সানরাইজার্স হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | হায়দরাবাদ | রাত ৮.৩০ |
বুধবার | ০৬-০৫-২০২০ | দিল্লী ক্যাপিট্যালস-মুম্বাই ইন্ডিয়ানস | দিল্লী | রাত ৮.৩০ |
বৃহস্পতিবার | ০৭-০৫-২০২০ | চেন্নাই সুপার কিংস-কলকাতা নাইট রাইডার্স | চেন্নাই | রাত ৮.৩০ |
শুক্রবার | ০৮-০৫-২০২০ | কিংস এলেভেন পাঞ্জাব-রাজস্থান রয়্যালস | মোহালি | রাত ৮.৩০ |
শনিবার | ০৯-০৫-২০২০ | মুম্বাই ইন্ডিয়ানস-সানরাইজার্স হায়দরাবাদ | মুম্বাই | রাত ৮.৩০ |
রোববার | ১০-০৫-২০২০ | চেন্নাই সুপার কিংস-দিল্লী ক্যাপিট্যালস | চেন্নাই | বিকেল ৪.৩০ |
রোববার | ১০-০৫-২০২০ | কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | কলকাতা | রাত ৮.৩০ |
সোমবার | ১১-০৫-২০২০ | রাজস্থান রয়্যালস-মুম্বাই ইন্ডিয়ানস | জয়পুর | রাত ৮.৩০ |
মঙ্গলবার | ১২-০৫-২০২০ | সানরাইজার্স হায়দরাবাদ-কিংস এলেভেন পাঞ্জাব | হায়দরাবাদ | রাত ৮.৩০ |
বুধবার | ১৩-০৫-২০২০ | দিল্লী ক্যাপিট্যালস-রাজস্থান রয়্যালস | দিল্লী | রাত ৮.৩০ |
বৃহস্পতিবার | ১৪-০৫-২০২০ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-চেন্নাই সুপার কিংস | ব্যাঙ্গালোর | রাত ৮.৩০ |
শুক্রবার | ১৫-০৫-২০২০ | কলকাতা নাইট রাইডার্স-সানরাইজার্স হায়দরাবাদ | কলকাতা | রাত ৮.৩০ |
শনিবার | ১৬-০৫-২০২০ | কিংস এলেভেন পাঞ্জাব-দিল্লী ক্যাপিট্যালস | মোহালি | রাত ৮.৩০ |
রোববার | ১৭-০৫-২০২০ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-মুম্বাই ইন্ডিয়ানস | ব্যাঙ্গালোর | রাত ৮.৩০ |
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।